189+ Love Sms, Captions, Status In Bengali 2023
প্রিয় পাঠক,
189+ Love Sms, Captions, Status In Bengali 2023 - ভালবাসার ক্যাপশন বাংলা, Facebook love status bangla 2023, রোমান্টিক ক্যাপশন ফর ফেইসবুক, কাপল ক্যাপশন বাংলা।
1."কাউকে আপন করে পাওয়া
প্রেম নয়, প্রেম হল আপন
জনের মনে জায়গা করে নেওয়া।"
2."কখনও কখনও প্রেম
কঠিন হতে পারে। কিন্তু তার
জন্য সব কিছু করা যেতে পারে।"
3."দুনিয়ার জন্য তুমি একটা
সাধারণ মানুষ, কিন্তু একটি
সাধারণ মানুষের কাছে তুমি
তার সম্পূর্ণ দুনিয়া।"
1."কাউকে আপন করে পাওয়া
প্রেম নয়, প্রেম হল আপন
জনের মনে জায়গা করে নেওয়া।"
2."কখনও কখনও প্রেম
কঠিন হতে পারে। কিন্তু তার
জন্য সব কিছু করা যেতে পারে।"
3."দুনিয়ার জন্য তুমি একটা
সাধারণ মানুষ, কিন্তু একটি
সাধারণ মানুষের কাছে তুমি
তার সম্পূর্ণ দুনিয়া।"
4.তোমাকে ধরে রাখার ক্ষমতা
হয়তো আমার নেই, কিন্তু তোমাকে সারা
জীবন ভালোবাসার ক্ষমতা আমার আছে।
5.ভালোবাসার মানুষকে চোখ
দিয়ে দেখতে হয় না
হৃদয় দিয়ে অনুভব করতে হয়।
6.এক জীবনের একটি আসা একটি ভালোবাসা,
একজনকেই ভালোবেসে বাঁধবো সুখের বাসা।
সেই বাসাতে সারাজীবন কাটিয়ে দিবো জীবন,
সারাজীবন পাশে থাকবো হয়ে আপনজন।
7.হিয়ার মাঝে রেখে দিবো যেতে দিবো না,
মায়ার বাঁধনে বেঁধে রাখবো ছেড়ে যাবো না।
তোমার মনের মাঝে যত্ন করে আমায় দিয়ো ঠাঁই,
তোমার মতো বন্ধু যেনো জনম জনম পাই।
8.স্বপ্ন দিয়ে আঁকি সুখের সীমানা,
হৃদয় দিয়ে খুঁজি আমি মনের ঠিকানা।
ছায়ার মতো থাকবো আমি শুধু তার
পাশে, যদি বলে সে আমায় ভালোবাসে।
9.রাত নয় চাঁদ আমি, সেই চাঁদের
আলো তুমি। মাটি নয় ফুল আমি,
সেই ফুলের কলি তুমি। আকাশ নয়
মেঘ আমি সেই মেঘের বৃষ্টি তুমি।
এভাবে মিশে থাকবো তুমি আর আমি।
10.তুমি আমার রঙিন স্বপ্ন শিল্পীর রঙ-এর ছবি,
তুমি আমার চাঁদের আলো সকাল বেলার রবি।
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল,
তুমি আমার ভালোবাসা শিউলি বকুল ফুল।
11.লাগবে যখন খুব একা চাঁদ হয়ে দিবো দেখা;
মনটা যখন থাকবে খারাপ স্বপ্নে গিয়ে
করব আলাপ। কষ্ট যখন মন
আকাশে তাঁরা হয়ে জ্বলবো পাশে।
12.ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজনে সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা, তুমি
বন্ধু আসলে দেবো আমার সব ভালোবাসা।
13.জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি,
নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি।
জানতাম না কাকে ভালোবাসা বলে,
শুধু শিখিয়েছ তুমি।
14.তুমি তোমার ইচ্ছামত আমাকে কাঁদাও,
তুমি তোমার ইচ্ছামত আমাকে কষ্ট দাও।
তুমি তোমার ইচ্ছামত আমাকে দূরে রাখো,
তবে আমাকে আমার ইচ্ছা মতো
শুধু তোমাকে ভালোবাসতে দিও।
15.ভালোবাসা তো যায়না টাকা দিয়ে কেনা,
ভালোবাসা দিয়ে যায়না হীরা মুক্তা দিয়ে গড়া।
দুটি মনের আকুলতায় যে বন্ধন হয়,
তাকেই তো ভালোবাসা কয়।
16.একটা আকাশ বাতাসের জন্য,
একটা সাগর নদীর জন্য।
একটা ফুল ভ্রমরার জন্য,
আর আমি শুধু তোমার জন্য।
17.সকল কষ্ট মুছে দেবো দেবো তোমায় হাঁসি;
হৃদয় থেকে বলছি তোমায় অনেক ভালোবাসি।
18.ভালোবাসার মানুষটির চোখে তাকালে
পুরো পৃথিবী দেখতে পাওয়া যায়,
সেই ভালোবাসা চলে গেলে
পৃথিবী আঁধারে ঢেকে যায়।
19.অনুভূতিগুলো একই থাকে শুধু মানুষগুলো
বদলে যায়। অভিমান করে হয়ত বলি
তুমি আমাকে আর ফোন করবে না।
কিন্তু ঠিকই মোবাইল হাতে নিয়ে
তোমার ফোনের জন্য অপেক্ষা করি।
20.তুমি যে আমার পরান পাখি নীল আকাশের চাদঁ;
তাইতো তোকে মনে পরে সকাল সন্ধ্যা রাত।
21.ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজনে সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা তুমি
বন্ধু আসলে দেবো আমার সব ভালোবাসা।
বাংলা ভালবাসার ক্যাপশন
22.দিন যায় দিন আসে সময়ের স্রোতে ভাসে,
কেউ কাঁদে কেউ হাসে। তাতে কি যায় আসে,
খুঁজে দেখি আশেপাশে। কেউ তোমায় তার
জীবনের চেয়ে বেশি ভালোবাসে।
23.পাখিকে নয় তার সুরকে ভালোবাসো,
ফুল কে নয় তার সুবাস কে ভালোবাসো।
গান কে নয় তার কথাকে ভালোবাসো।
মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো।
24.আমি তোমাকে ভালোবাসি তোমার রূপ কে নয়।
আমি তোমার মনকে ভালোবাসি। তোমার দেহকে নয়।
25.ভালোবাসা কি তা আজ আমি
জেনেছি কেবলমাত্র তোমার জন্য।
I Love You so much.
26.আমি সর্বদা তোমার কোলে
শুয়ে থাকতে চায়, যেখান থেকে
তুমি আমাকে কখনও যেতে দেবে না।
তুমি আসলে দুজনে সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা তুমি
বন্ধু আসলে দেবো আমার সব ভালোবাসা।
বাংলা ভালবাসার ক্যাপশন
22.দিন যায় দিন আসে সময়ের স্রোতে ভাসে,
কেউ কাঁদে কেউ হাসে। তাতে কি যায় আসে,
খুঁজে দেখি আশেপাশে। কেউ তোমায় তার
জীবনের চেয়ে বেশি ভালোবাসে।
23.পাখিকে নয় তার সুরকে ভালোবাসো,
ফুল কে নয় তার সুবাস কে ভালোবাসো।
গান কে নয় তার কথাকে ভালোবাসো।
মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো।
24.আমি তোমাকে ভালোবাসি তোমার রূপ কে নয়।
আমি তোমার মনকে ভালোবাসি। তোমার দেহকে নয়।
25.ভালোবাসা কি তা আজ আমি
জেনেছি কেবলমাত্র তোমার জন্য।
I Love You so much.
26.আমি সর্বদা তোমার কোলে
শুয়ে থাকতে চায়, যেখান থেকে
তুমি আমাকে কখনও যেতে দেবে না।
27.যে মানুষটি আপনার কাছ থেকে
কিছুটা সময় চায় তাকে কখনো
আপনার ব্যস্ততা দেখাবেন না।
28.যতক্ষণ পর্যন্ত না ভালোবাসায়
পাগলামো মেশে, ততক্ষন
ভালোবাসা গভীর হয় না।
29.এই কথাটা শুনতে কতই না ভালো লাগে,
যখন কেউ খুব ব্যস্ত হওয়ার
পরেও বলো, তোমার থেকে জরুরি
আর কিছু নেয় আমার জীবনে।
30.ভালোবাসায় জীবন। জীবনে যদি কখনো
প্রেম ই না করলে, তাহলে কি করলে।
31.মৃত্যুর পর যম যখন আমাকে জিজ্ঞেস করবে...
জীবনে সব থেকে সুন্দর কি দেখেছ...
তখন আমি তোমার নাম বলব।
32.এক দিন লক্ষ্য করি....
আমি বিনা কারণেই হাসছি,
তখন বুঝতে পারি আমি
তোমাকে ভালোবেসে ফেলেছি।
33.সম্পর্ক একটি গাছের শিকড়ের
মতো হওয়া উচিত ; ফুলের মতো নয়
কারণ ফুল শুধু সুবাস দিয়েই ঝরে যায়,
কিন্তু শিকড় আমৃত্যু থেকে যায়।
34.নিজের প্রতিশ্রুতিকে অগ্রাধিকার দেওয়া
এবং সঙ্গীর জন্য সময় বের করে যত্নবান হলে
একটি সম্পর্ক চিরকাল স্থায়ী হয় ।
35.প্রেম হওয়ার মতো…
চোখে দেখা যায় না,
কিন্তু অনুভব করা যায়।
36.সত্যিকারের ভালোবাসার সম্পর্কের
কখনো কোনো ইতি থাকে না;
তা সে যত দূরেই থাকুক না কেন ।
37.কোনো জেদ নয়, না কোনো গর্ব,
শুধু তোমাকে পাবার ইচ্ছা।
ভালোবাসা দোষের হলে,
দোষ করেছি আমি, শাস্তি যাই হোক,
রাজি আছি আমি।
38.সেই সময় দুনিয়া কতই না সুন্দর হয়ে যায়,
যখন কোনো আপন জন বলে,
তোমার কথা খুব মনে পরে।
39.সেই মেয়েটির কথা আমার সবথেকে
মিষ্টি লাগে যাকে আমি ভালোবেসেছি।
40.না কারো মন চাই, না কারো জীবন চাই,
আমাকে বোঝার জন্য, শুধু একজন সঙ্গী চাই।
41.আমার মন কে এই ভাবে
বন্দি কোরো না পাগলী। আমি মনের রাজা,
তোমার খাঁচায় বন্দি পাখী নয়।
42.আমরা আদর্শ প্রেম নির্মাণ করার বদলে আদর্শ
প্রেমিক খুঁজতে বেশি সময় নষ্ট করি।
43.প্রত্যেক সম্পর্কের মূলনীতি এটাই
যে আপনি যাকে ভালোবাসেন তাকে
কখনো একা হতে দেবেন না বিশেষকরে যখন
আপনি সেখানে অবস্থান করছেন।
44.সম্পর্ক যদি বিশ্বাস ও ভরসা দিয়ে তৈরি হয়
তবে হাজার প্রতিকূলতার মধ্যেও
সেই সম্পর্ক বজায় থাকে চিরকাল।
45.তোমার ভালোবাসার জন্য যে কোনো
সীমা লঙ্ঘন করতে পারি, তোমাকে পেলে
জীবনে কিছু করে দেখাতে পারি।
46.যারা দূরে থেকেও রাখে খোঁজ
তাদের ই জন্য বাঁচি রোজ।
47.সম্পর্ক রক্তের বাঁধনে নয়
অনুভূতির বাঁধনে তৈরি হয়
যেখানে অনুভূতির বন্ধন থাকে
সেখানে পর ও আপন হয় ।
48.সম্পর্কটা হলো এমন একটা ক্রীড়া যেখানে
দুজনেই খেলতে পারেন এবং জয়ী ও হতে পারেন।
49.এমন কোনো মানুষকে বেছে নাও
যে তোমার জন্য শুধু গর্ব অনুভব করবে না,
তোমার জন্য জীবনে যে কোনো
ঝুঁকি নিতে প্রস্তুত থাকবে।
50.প্রকৃত প্রেম বলার আগেই বুঝে
নেবে তুমি কি বলতে চাইছো।
Love quotes in bangla 2023
যখন আমি তোমাকে দেখি তখন
আমার হৃদয় থেকে একটা কথা
বেরিয়ে এসে চিৎকার করে বলতে চাই,
আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। I Love You!!
যারা বেশি কথা বলে,
তাদের চুপ করানোর জন্য চুম্বন,
প্রকৃতির দ্বারা সৃষ্ট শ্রেষ্ট উপহার।
একটি ভালোবাসার সম্পর্ক হলো
বাতাসের মতো যা দেখতে পাওয়া যায়
না তবে অনুভব করতে পারা যায়।
প্রেমের সম্পর্ক অতি সূক্ষ্ম
যা বিশ্বাস দিয়ে তৈরি হয়;
আর সেই বিশ্বাস একবার ভেঙে গেলে
কখনও তা জোড়া লাগানো যায় না।
বিশ্বাস দিয়েই সম্পর্কের সূত্রপাত হয় এবং
মিথ্যাচারিতা দিয়েই সম্পর্কের অবসান ঘটে ।
পৃথিবীর নিয়ম বড় অদ্ভুদ, যাকে তুমি সবচেয়ে বেশী
ভালবাস সেই তোমার দু:খের কারন হবে।😰😭
প্রত্যেক সম্পর্কের ক্ষেত্রেই পৃথক পৃথক মান,
মর্যাদা ও মূল্য আছে। প্রত্যেক সম্পর্ককে
তার প্রাপ্য সম্মান দিতে পারলে সেই
সম্পর্ক কখনো ভেঙে যায় না।
একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে মানুষে
আন্তরিক প্রচেষ্টা ও ভালবাসার মাধ্যমে।
জীবনের সমস্ত মুশকিল আসান করার জন্য
আমার কেবল মাত্র একটি জিনিস প্রয়োজন,
আর সেটা হলো তোমার মিষ্টি হাসি।
যখনই আমার Phone এর লাইট
জ্বলে ওঠে, আমি ভাবি, ইসস
এটা যদি তোমার মেসেজ হত।
মন দেখে ভালোবাসো ধন দেখে নয়;
গুন্ দেখে প্রেম করো রূপ দেখে নয়।
আমি হয়তো দুস্টু কিন্তু খারাপ না,
আমি সবার সাথে মজা করি কিন্তু ফাজিল না।
আমি খুব রাগী কিন্তু নিষ্ঠুর স্বাথপর না।
আমি আমার মত, হয়তো কারো মনের মত ন।
আমার হৃদয় থেকে একটা কথা
বেরিয়ে এসে চিৎকার করে বলতে চাই,
আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। I Love You!!
যারা বেশি কথা বলে,
তাদের চুপ করানোর জন্য চুম্বন,
প্রকৃতির দ্বারা সৃষ্ট শ্রেষ্ট উপহার।
একটি ভালোবাসার সম্পর্ক হলো
বাতাসের মতো যা দেখতে পাওয়া যায়
না তবে অনুভব করতে পারা যায়।
প্রেমের সম্পর্ক অতি সূক্ষ্ম
যা বিশ্বাস দিয়ে তৈরি হয়;
আর সেই বিশ্বাস একবার ভেঙে গেলে
কখনও তা জোড়া লাগানো যায় না।
বিশ্বাস দিয়েই সম্পর্কের সূত্রপাত হয় এবং
মিথ্যাচারিতা দিয়েই সম্পর্কের অবসান ঘটে ।
পৃথিবীর নিয়ম বড় অদ্ভুদ, যাকে তুমি সবচেয়ে বেশী
ভালবাস সেই তোমার দু:খের কারন হবে।😰😭
প্রত্যেক সম্পর্কের ক্ষেত্রেই পৃথক পৃথক মান,
মর্যাদা ও মূল্য আছে। প্রত্যেক সম্পর্ককে
তার প্রাপ্য সম্মান দিতে পারলে সেই
সম্পর্ক কখনো ভেঙে যায় না।
একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে মানুষে
আন্তরিক প্রচেষ্টা ও ভালবাসার মাধ্যমে।
জীবনের সমস্ত মুশকিল আসান করার জন্য
আমার কেবল মাত্র একটি জিনিস প্রয়োজন,
আর সেটা হলো তোমার মিষ্টি হাসি।
যখনই আমার Phone এর লাইট
জ্বলে ওঠে, আমি ভাবি, ইসস
এটা যদি তোমার মেসেজ হত।
মন দেখে ভালোবাসো ধন দেখে নয়;
গুন্ দেখে প্রেম করো রূপ দেখে নয়।
আমি হয়তো দুস্টু কিন্তু খারাপ না,
আমি সবার সাথে মজা করি কিন্তু ফাজিল না।
আমি খুব রাগী কিন্তু নিষ্ঠুর স্বাথপর না।
আমি আমার মত, হয়তো কারো মনের মত ন।
হাজার তাঁরা চাই না আমি একটা চাঁদ চাই
হাজার ফুল চাই না আমি একটি গোলাপ চাই।
হাজার জনম চাই না আমি একটা জনম চাই,
সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই।
তোমার মুখের হাসিটুকু লাগে আমার ভালো,
তুমি আমার ভালোবাসা বেঁচে থাকার আলো।
রাজার যেমন রাজ্য আছে, আমার আছ্ তুমি।
তুমি ছাড়া আমার জীবন শুধু মরুভুমি।
তোমার জন্য সব কষ্ট সহ্য করে নেবো,
ভালোবাসা দিয়ে তোমায় বুকে টেনে নেবো
আপদ-বিপদ দূর করে তোমায় আগলে রাখবো,
ভালোবেসে সারাজীবন তোমার কাছেই থাকবো।
তুমি যদি চাঁদ নও তবে চাঁদের আলো,
তুমি ফুল নও তবে ফুলের সৌরভ।
তুমি নদী নও তবে নদীর ঢেউ, তুমি
অচেনা নও তুমি আমারেই চেনা কেউ।
সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই।
তোমার মুখের হাসিটুকু লাগে আমার ভালো,
তুমি আমার ভালোবাসা বেঁচে থাকার আলো।
রাজার যেমন রাজ্য আছে, আমার আছ্ তুমি।
তুমি ছাড়া আমার জীবন শুধু মরুভুমি।
তোমার জন্য সব কষ্ট সহ্য করে নেবো,
ভালোবাসা দিয়ে তোমায় বুকে টেনে নেবো
আপদ-বিপদ দূর করে তোমায় আগলে রাখবো,
ভালোবেসে সারাজীবন তোমার কাছেই থাকবো।
তুমি যদি চাঁদ নও তবে চাঁদের আলো,
তুমি ফুল নও তবে ফুলের সৌরভ।
তুমি নদী নও তবে নদীর ঢেউ, তুমি
অচেনা নও তুমি আমারেই চেনা কেউ।
ফুলের বুকে মধু আছে, নদীর বুকে ঢেউ;
তুমি ছাড়া এই জীবনে নেই তো আর কেউ।
একটি ফুল দুটি পাতা মনে পরে তোমার কথা;
মনে আমার অনেক ব্যাথা তুমি কি বলবে কথা।
জীবনটা খুব অল্প মাঝখানে একটা গল্প,
যাবে একদিন ঝরে থাকবে স্মৃতি পরে,
তবু কত আশা, বাঁধবো সুখের
বাসা আপন হবে মাটির খাঁচা।
হাসি থেকে শুরু কান্নায় শেষ,
চ্যাটিং থেকে শুরু ব্লকিং -এ শেষ। হ্যাঁ
এটাই সেই অনুভব যেটাকে মানুষ ভালাবাসা বলে।
Valobsar sms,status bangla
যত দূরে যাওনা কেন থাকবো তোমার পাশে;
যেমন করে বৃষ্টি ফোটা জড়িয়ে থাকে ঘাসে।
আকাশের বুকে চাঁদ আছে চাঁদের বুকে আলো।
তুমি ছাড়া কেমন করে থাকি আমি ভালো।
ভালোবাসার তালে তালে চলব দুজন একসাথে,
কাছে এসে পাশে বসে মন রাখ আমার মনে।
কতটা ভালোবাসি তা আমি জানি না,
কিন্তু তোমাকে না দেখে আমি থাকতে
পারিনা। এটাই হয়তো ভালোবাসা।
হৃদয় জুড়ে আছ্ তুমি সারা জীবন থেকো,
আমায় শুধু আপন করে বুকের মাঝে রেখো।
তোমায় ছেড়ে যাবেনাতো আমি খুব দূরে,
ঝড় – তুফান যতই আসুক আমার জীবন জুড়ে।
ইতিহাসের লাহোর প্রস্তাব কখন, কি কারনে ও কে উত্থাপন তা বিস্তারিত জানতে লাহোর প্রস্তাব কি আমাদের এই ব্লোগসটি পড়ুন
আমি চাদঁ চাই না যে উঠবে রাতে,
আমি রাত চাই না যে হারাবে প্রভাতে।
আমি ফুল চাই না যে ঝরবে দিনের শেষে,
চাই একটা সুন্দর মন যা কখনো ভুলবে না আমাকে।
ভালাবাসা কি জানি না, তাই তো কাউক
ভালোবাসি না। প্রপোজ করতে পারিনা তাই
তো কাউকে পাই না। শধু একটি অপেক্ষায় আছি,
কখন কেউ বলবে আসে আমি তোমায় ভালোবাসি।
ভালাবাসা কি জানি না, তাই তো কাউকে
ভালোবাসি না। প্রপোজ করতে পারিনা
তাই তো কাউকে পাই না। শধু
একটি অপেক্ষায় আছি, কখন কেউ বলবে
আসে আমি তোমায় ভালোবাসি।
মন যদি আকাশ হতো তুমি হতে চাঁদ,
ভালোবেসে যেতাম শুধু হাতে রেখে হাত।
সুখ যদি হৃদয় হত তুমি হতে হাসি,
হৃদয়ের দুয়ার খুলে বলতাম তোমায় ভালোবাসি।
প্রিয়জন যদি থাকে পাশে মনে হয়
পৃথিবীর সব সুখ আমারই কাছে।
মিষ্টি চাঁদের মিষ্টি আলো বাসি তোমায় অনেক ভালো।
মিটিমিটি তাঁরার মেলা দেখবো তোমায় সারাবেলা।
নিশিরাতে শান্ত ভুবন চাইবো তোমায় সারাজীবন।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা, বন্ধু তুমি
আসলে দেবো আমার সব ভালোবাসা।
স্বপ্ন দেখবো দুজন মিলে ঘর করবো একসাথে;
আর কি লাগে পৃথিবীতে বউ আনবো ভালোবেসে।
কষ্ট পেলে বলে দিও অভিমান করো না;
মনের মাঝে আছো তুমি ছেড়ে যেও না।
তোমায় ছাড়া মনের খাঁচায় মনটা থাকেনা;
না দেখলে তোমার মুখ ভালো লাগে না।
কেউ দুঃখ পেয়ে সুখী কেউ দুঃখ দিয়ে সুখী,
কেউ হাঁসতে পেরে সুখী, কেউ বেশি বেশি
কথা বলে সুখী, কেউ কথাগুলো নীরবে শুনে সুখী।
তবে কেউই প্রকৃত সুখী না কিন্তু অভিনয়ে সবাই সুখী।
না দেখলে তোমার মুখ ভালো লাগে না।
কেউ দুঃখ পেয়ে সুখী কেউ দুঃখ দিয়ে সুখী,
কেউ হাঁসতে পেরে সুখী, কেউ বেশি বেশি
কথা বলে সুখী, কেউ কথাগুলো নীরবে শুনে সুখী।
তবে কেউই প্রকৃত সুখী না কিন্তু অভিনয়ে সবাই সুখী।
ভালোবাসা তখনই সত্যি হয়, যখন
ভালোবাসার মানুষটি মনের মত হয়।
ভেবেছিলাম তুমি কতো আপন,
ভেবেছিলাম পাশে থাকবো সারা জীবন।
কেন তুমি ভাঙলে এ মন, ভাবিনি কখনো
করবে এমন, তারপরও তুমিই আমার জীবন।
তুমি আমার জীবনে এমন ভাবে জড়িয়ে
আছো; এখন তুমি হাজার কষ্ট দিলেও
তোমাকে ভুলে যাওয়া সম্ভব নয়।
আমি তোমাকে ভালোবাসি তাই বার বার
তোমার কাছে আসি, আমার চেয়ে বেশি কেউ
তোমায় ভালোবাসতে পারবে না, আমার মতো
যত্ন করে কেউ তোমায় আগলে রাখবে না।
রাতের বেলায় স্বপ্ন দেখো, দিনের বেলা নয়।
একজনকে ভালোবাসো দশজনকে নয়।
চোখে আছে কাজল কানে আছে দুল,
ঠোঁট যেন রক্তে রাঙা ফুল। চোখ একটু ছোট
মুখে মিষ্টি হাসি, এমন একজন মেয়েকে আমি ভালোবাসি।
আমি সত্যি বড্ড ভালোবাসি।
যখন কোন কারনে ভালোবসার মধ্যে
সন্দেহ বাসা বাঁধে; তখন সে যাই বলুক
সেটা বিশ্বাস করাটা অনেক কঠিন হয়ে পড়ে।
Love captions, status in bengali
একটা কথা মনে রেখো হৃদয়-এ তোমার জন্য
ঘৃণা নয়; শুধু ভালোবাসা-তাই থাকবে।
প্রেম মানে দুটি মনের টান প্রেম মানে
একটু অভিমান। প্রেম মানে দুটি মনের একটি
আশা একসাথে পথ চলা তার নাম ভালোবাসা।
আজকে তুমি রাগ করছো দুঃখ পাবো তাতে,
কালকে যখন মরে যাবো রাগ দেখাবে কাকে।
বিধির বিধান এই রকমই একদিন তো যাব মরে,
বুঝবে সেদিন ভালোবাসি আমি শুধু তোমাকে।
বন্ধু তোমায় আকাশ দেবো-দেবো ফুলের মালা,
তুমি শুধু মনে রেখো আমার ভালোবাসা।
চোখের কান্না মুছে দেবো-দেবো তোমায় হাসি,
তাইতো আমি বন্ধু তোমায় ভালোবাসি।
রাজার আছে অনেক ধন আমার আছে
একটি মন, পাখির আছে ছোট বাসা। আমার
মনে একটি আশা শুধু তোমায় ভালোবাসা।
ঘড়িতো ভালো চলছে
কিন্তু সময় গুলো খারাপ যাচ্ছে
পৃথিবীর নিয়ম বড় অদ্ভুদ, যাকে তুমি সবচেয়ে বেশী
ভালবাস সেই তোমার দু:খের কারন হবে।😰😭
অনেকেই আছে যারা জীবনে নানান ঘাত প্রতিঘাত
সহ্য করেও পাথরের মত শক্ত হয়ে থাকে।
লোকে ধরেই নেয় যে.......
পাথরের কোন কষ্ট নেই অথচ পাথরের কষ্টটা এখানেই।
পাগলী আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত,
আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত ।
এ কথা যদি সে জানতো ? আমিও দিই না জানতে,
কবির প্রেম তো এরকমই হয় - পান্তা ফুরায় নুন আনতে ।
হে চির-অধরা আমার, তুমি তো সেকথা জানতে
রাত্রিভর স্বপ্ন দেখে ভোরসকালে ক্লান্ত।
যাকে নিয়ে স্বপ্ন দেখা, সে যদি তা জানতো!
চোখদুটো যেনো নির্ঘুম দেয়ালে সাঁটানো নির্জীব পোস্টার!
ঘুমে নুয়ে পড়ছি তবুও জেগে আছি!!!
প্রনয়ীর প্রথম পরশ ছুঁয়ে দ্বিধাগ্রস্ত চুপিচুপি চোখের
উপকূলে জোয়ারের মতো স্বপ্নালু হেঁটে আসা যে রাত
আচ্ছন্ন আকাশের নিচে সে রাত আমার নয়, সে রাত অন্য কারো
জীবন নদী থাইমা গেছে ;থাকছে বালু চরে।
জুয়ার যে আর কবে আইব এই অন্তর পোড়ে।
আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়;
একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম
জীবন এক বিরক্তিকর অধ্যায়।.........
তবুও পরবর্তী পরিচ্ছেদে তুমি আছ ভেবে পাতা উল্টাই।
কিন্তু সময় গুলো খারাপ যাচ্ছে
পৃথিবীর নিয়ম বড় অদ্ভুদ, যাকে তুমি সবচেয়ে বেশী
ভালবাস সেই তোমার দু:খের কারন হবে।😰😭
অনেকেই আছে যারা জীবনে নানান ঘাত প্রতিঘাত
সহ্য করেও পাথরের মত শক্ত হয়ে থাকে।
লোকে ধরেই নেয় যে.......
পাথরের কোন কষ্ট নেই অথচ পাথরের কষ্টটা এখানেই।
পাগলী আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত,
আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত ।
এ কথা যদি সে জানতো ? আমিও দিই না জানতে,
কবির প্রেম তো এরকমই হয় - পান্তা ফুরায় নুন আনতে ।
হে চির-অধরা আমার, তুমি তো সেকথা জানতে
রাত্রিভর স্বপ্ন দেখে ভোরসকালে ক্লান্ত।
যাকে নিয়ে স্বপ্ন দেখা, সে যদি তা জানতো!
চোখদুটো যেনো নির্ঘুম দেয়ালে সাঁটানো নির্জীব পোস্টার!
ঘুমে নুয়ে পড়ছি তবুও জেগে আছি!!!
প্রনয়ীর প্রথম পরশ ছুঁয়ে দ্বিধাগ্রস্ত চুপিচুপি চোখের
উপকূলে জোয়ারের মতো স্বপ্নালু হেঁটে আসা যে রাত
আচ্ছন্ন আকাশের নিচে সে রাত আমার নয়, সে রাত অন্য কারো
জীবন নদী থাইমা গেছে ;থাকছে বালু চরে।
জুয়ার যে আর কবে আইব এই অন্তর পোড়ে।
আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়;
একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম
জীবন এক বিরক্তিকর অধ্যায়।.........
তবুও পরবর্তী পরিচ্ছেদে তুমি আছ ভেবে পাতা উল্টাই।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url