211+ Bengali Caption For Facebook DP 2023 - কিছু বাংলা ক্যাপশন
প্রিয় পাঠক,
Bengali Caption For Facebook DP 2023, বাংলা শর্ট ক্যাপশন, ক্যাপশন ফর ফেইসবুক বাংলা, প্রোফাইল পিকচার ক্যাপশন বাংলা, fb status bangla, fb captions in bengali.
ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের বেশিরভাগ সময় ফেসবুকে কাটান। বন্ধুরা, সবাই ফেসবুকে স্ট্যাটাস আপডেট করতে চায়, কিন্তু তারা পছন্দসই স্ট্যাটাস খুঁজে পায় না, তাই আজ আমরা আপনাদের জন্য হিন্দিতে ফেসবুক স্ট্যাটাস FB স্ট্যাটাস নিয়ে এসেছি, যা আপনি পছন্দ করবেন এবং আপনার বন্ধুরাও এটি পছন্দ করবেন।
1.আমি ছাড়া অন্য কোথাও
তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে!❤️
2.একজন সুদর্শন পুরুষের চেয়ে
একজন যত্নশীল পুরুষ উত্তম!❤️
3.কারো কাছে পাওয়া ভালোবাসা
তোমাকে শক্তি দেবে,
আর তুমি কাউকে ভালোবাসলে
তার কাছ থেকে সাহস পাবে।
4."যখন আমার কিছু বলার
আগেই তুমি বুঝে যাও, তখন
তোমার প্রতি একটু বেশিই
ভালোবাসা অনুভব করি।"
5."আমাদের জীবনে যে দৃঢ়
এবং স্থায়ী খুশী আছে,
তার জন্য ৯০ শতাংশ প্রেম দায়ী।"
6."চলো, আমরা জীবনের পথটা
এক সাথে হেঁটে পার করি।
চলার পথে তোমার যা যা প্রয়োজন হবে
আমরা ভাগাভাগি করে নিব।"
7."ভালোবাসা দিয়ে পরকে আপন
করা যায় আর সম্পর্ককে করে
তোলা যায় আরও অনেক গভীর"
8."বিশ্বাস হলো এক বিনি
সুতোর মালা যা যেকোনো সম্পর্কে
দৃঢ়ভাবে বেঁধে রাখতে পারে।"
9."কখনও অভিমান কোরো না,
কারণ আমি অভিমানী
কে মানাতে জানি না।"
10."ভালো লাগে, যখন
আমি কিছু না বললেও,
আমাকে দেখে তুমি ছোট্ট হাসি দাও"
11.মেঘ করলেই যেমন সবসময় বৃষ্টি নামেনা,
তেমনি ভালো লাগলেই তা
সবসময় ভালোবাসা হয় না।
12.পুরুষ মানে বুকের মাঝে
মেঘের আকাশ বৃষ্টি হীন দুচোখ।
13._জীবনে তিনটা জিনিস খুব বেশি দামী,,
_বিশ্বাস, বন্ধুত্ব, ভালোবাসা...
14.বন্ধুত্ব থেকে ভালোবাসায় পরিণত হওয়া
সম্পর্কগুলো অসাধারণ হয়
15.বন্ধুত্ব হোক চিরস্থায়ী, ক্ষনস্থায়ী নয়!
একজন বিশস্ত বন্ধু দশ হাজার আত্নীয়র সমান
16.টাকা থাকাটা খুব জরুরি! কারণ,
'ভালোবাসা' 'বন্ধুত্ব' 'চাকরি' 'সম্মান'
সব কেনা যায়!
17.“মানুষের সবচেয়ে প্রিয় ইচ্ছা
প্রকৃতি সবসময় পূর্ণ করে।”
—হুমায়ূন আহমেদ
18.মানুষ সভাবতই সৌন্দর্যের পূজারী....
কিন্তু অহংকার বিহীন
সৌন্দর্য আর আছে কোথায়?
প্রকৃতি ছাড়া
19.তুমি রাত্রি হলে হব নিরবতা
তুমি দুঃখ পেলে হব তার ব্যাথা
তুমি প্রকৃতি হও হব তার ছবি
তুমি কবিতা হলে হব তার কবি
Fb captions in bangla
20.সুখ খুঁজতে প্রকৃতিতে ঘুরে বেড়াও।
সেখানেই প্রকৃত সুখ মিলে
21.বৃষ্টির পর রংধনুর সাত রঙ্গে প্রকৃতি যখন
সাজে পুরো পৃথিবীটাই রঙ্গিন হয়ে উঠে...…
22.প্রকৃতি যেখানে সেজে থাকে আপনি
সেখানেই যান।মন ভালো হয়ে যাবে।
23.প্রকৃতি থেকে তুমি যেই মনের প্রশান্তিটা পাবে
পৃথিবীর কোথাও সেই প্রশান্তিটা পাবে না।।
24.কখনো পেপসি, কখনো আইসক্রিম।
তুমি বন্ধু বলে এত পাগলামি,
বন্ধু তুমি বড়ই হারামি।।
25.বন্ধু মানে একলা পথে
বাড়িয়ে দেয়া হাত,
বন্ধু মানে থাকবো পাশেই
হোক না যতই রাত।
26.কাউকে সারা জীবন কাছে পেতে চাও?
তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো।
কারণ প্রেম একদিন হারিয়ে যাবে
কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না
27.বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর
সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না।
Read also: Attitude Caption In Bengali For Facebook
28.বন্ধুত্ব করার মত কোনো যোগ্য লোক পাওয়া
না গেলে, একা থাকো, তবুও অযোগ্যদের
সাথে বন্ধুত্ব করতে যেও না।
29.যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের
অপমান হতে দেখে নীরব থাকে,
তাদের সাথে বন্ধুত্ব করো না।
30.তুমি শেষ পর্যন্ত শুধু থেকে যেও।
ঐ নীল আকাশের জমে থাকা ধূসররঙা
মন খারাপ যখন বৃষ্টি হয়ে ঝরবে,আমি
তোমায় নিয়ে সেই বৃষ্টি তে ভিজবো।
31.খুব ইচ্ছে করে কোনো এক পড়ন্ত
বিকেলে খোলা আকাশের নিচে,
ওটা তোমার হাতে ধরিয়ে দিয়ে বলি-
এটা আমাকে আবৃত্তি করে শোনাও,
আমি মন দিয়ে শুনবো আর উত্তরে বলবো, ভালোবাসি
32.ইচ্ছে করে কোনো এক শরতে
আকাশ দেখবো দুজনে,
আকাশে শত শত রঙিন ঘুড়ি ,
হঠাৎ তুমি একটা কাশফুল হাতে বলবে, ভালোবাসি
33.যে কাজটা করলে আকাশ ভেঙে বৃষ্টি হয়,
বন্যা হয়, সবদিক দিশাহারা
হয় প্রকৃতি তো সেই কাজটাই করে -
আমিও যদি করি তাতে নতুন কিছুই ঘটে না।
34.তুমি যার সাথে যেই অন্যায় করোনা
কেন মনে রেখো একদিন তা তোমার
উপর এসে বর্তাবে কারণ প্রকৃতি কখনো কারো
পাপের ভার নিজের কাঁধে নেয় না।।
35.যানি তুমি সুযোগ পেলেই-
আকাশটাকে দেখো-
এবার তবে আকাশ হবো-
খাতায় লিখে রেখো-
36.প্রকৃতি মানেই শরৎ আর
শরৎ মানেই কাশফুল.!
37.এই অবেলায় ফোঁটা কাশফুল...
- নিয়তির মতো নির্ভূল.
তা দেখে আমার মন হয় বেকুল।
Best captions in bangali 2023
বাংলায় সেরা ফেসবুক স্ট্যাটাস পড়ুন, যা আপনি কপি করে আপনার FB প্রোফাইলে ব্যবহার করতে পারেন। এই স্ট্যাটাস সুন্দর, সেরা এবং কিছু মনোভাব প্রদর্শনের জন্য সহায়ক। ফেসবুক আজকাল সর্বাধিক ব্যবহৃত সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট, তাই প্রত্যেকেরই একটি প্রোফাইল রয়েছে। কখনও কখনও, আমরা একটি ক্যাপশন বা উদ্ধৃতি সহ একটি ছবি পোস্ট করতে চাই, এবং হিন্দিতে উপলব্ধ একটি খুঁজে পাচ্ছি না। যদিও আমরা আমাদের নিজস্ব ফেসবুক স্ট্যাটাস বা ছবির ক্যাপশন টাইপ করতে পারি কিন্তু সেগুলোর বানানে ভুল থাকতে পারে, অথবা আমরা হিন্দি ফন্ট মিস করতে পারি। নীচের তালিকা আপনাকে এই ধরনের পরিস্থিতিতে সাহায্য করবে। আমরা ফেসবুকের জন্য বাংলা স্ট্যাটাসের তালিকা শ্রেণীবদ্ধ করছি।
38.যেখানে কাশফুল দিগন্তের সাথে মিশে গেছে...
আকাশ থেকে দেখবো তোমার শহরও
39.কাশফুল অতি সাধারণ।অন্যান্য ফুলের
মতো তার কোনো যত্নের প্রয়োজন হয়না,
কোনো সুগন্ধি ছড়ায় না।তারপরও সে
তার অপরুপ সৌন্দর্যে মানুষকে মুগ্ধ করে।
40.আমাই নিয়ে কি কেউ ভাবে
দিবা রাতে এক চুল।
আমি কখনো হতে পারিনা
শরৎএর কাশফুল।
41.সমুদ্র নিয়ে ক্যাপশন
তুমি যখন কাউকে ভালোবাসবে এক
বুক সমুদ্র নিয়ে ভালোবাসবে,এক
বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে।
তা নাহলে ভালোবাসার কোন অর্থ নেই।
" হুমায়ূন ফরিদি "
42.নিজের একান্ত একটা মানুষ না থাকা মানেই,
এক সমুদ্র নোনা জল,,
এক আকাশ কালো মেঘ,,
এক বিষন্নতায় ঘেরা চৈত্রের খাঁ খাঁ করা তপ্ত দুপুর,,
43.এক সমুদ্র ভালোবাসার পরেও যার
অন্যের প্রতি থাকে ঝোঁক,
সে আমার না হোক!
কাজি ইসরাক জাহান
44.চোখের নিচে গর্ত হয়ে গেছে, ছোট খালের মতো।
বাইরে থেকে ছোট খাল, ভিতরে সমুদ্র।
আমি সেই সমুদ্রে আমাকে সাঁতার কাটতে দেখি।
আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় উদ্ধারকারী জাহাজ।
45.আমি ক্লান্ত প্রাণ এক,
চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো
নাটোরের বনলতা সেন।
"জীবনানন্দ দাশ"
46.❝পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হয়
এবং এই যে সমুদ্র, এর সাথে যদি আরও
সাতটি সমুদ্র যুক্ত হয়ে কালি হয় তবুও
আল্লাহর বাণী নিঃশেষ হবেনা।
আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।❞
"আল কুরআন"
47.বৃষ্টি নিয়ে ক্যাপশন
একদিন আকাশের মেঘটুকু
আমি বুকে টেনে নিবো।
বৃষ্টি এসে তোমাকে ছুঁতে পারবে না।
ভেজাতে পারবে না তোমার শহর।
48.বৃষ্টি
কখনো হাসায়
কখনো ভাসায়
কখনো কাঁদায়…
49.শহরের কোলাহল থেকে গ্রামের
প্রকৃতি মাঝে ঘুরতে চমৎকার লাগে
Fb quotes, captions in bengali
50.বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে,
বৃষ্টিটা অবিকল ঠিক তোমার মতো...!!
ছুঁয়ে যায়...
বয়ে যায়.....
ঝরে পরে......
আমাকে ভিজিয়ে যায়.....
- তবে রয়ে যায় নাহ্-
51."তুমি ভাবছ মেঘ করেছে
বৃষ্টি পড়বে অনেকক্ষণ
আসলে তো মেঘ করেনি
আমার মন খারাপের বিজ্ঞাপন!"
52.বন্ধুত্ব' কত দিনের, চেনা পরিচয়ের
সময়কাল কত, এসবের উপর বন্ধুত্বের
গভীরতা নির্ভর করে না। বন্ধু হলো
'কমফোর্ট জোন', যার কাছে নিজেকে
ভেঙে-চুরে জমা রাখা যায়
'53.বন্ধুত্ব' মানে একজোড়া 'বিশ্বস্ত' হাত,
যে হাত শক্ত করে ধরে রাখবে
যে কোনো পরিস্থিতিতে।
54.বন্ধুত্ব তৈরী করা মটি দিয়ে মাটিতে
লিখার মতো সহজ কিন্তু বন্ধুত্ব ধরে রাখা
পানি দিয়ে পানিতে লিখার মতো কঠিন
55."জীবনের যুদ্ধ...
ঘৃণার মাধ্যমে নয়,
ভালোবাসা দিয়ে জিততে হয়।"
56."ভালোবাসায় পাগলামো
করা ঈশ্বরের আশীর্বাদের মত"
57."একটি ছোট্ট আশা ভালোবাসার
জন্ম দেওয়ার জন্য যথেষ্ট।"
58."সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে
থাকা নয় সম্পর্ক এমন হোক
যেন কাছে না থেকেও পাশে
থাকার অনুভূতিটা হয়;
কালকে যতটা ভরসা ছিল
আজ কেও যেন ততটাই রয়।"
59."প্রেম সম্পর্কে বেশি কিছু আমি
জানি না, শুধু তুমি সামনে আসলেই
আমার অনুসন্ধান শেষ হয়ে যায়।"
60."সূর্যালোক ছাড়া ফুল
যেমন ফোটে না, ঠিক তেমন
ভালোবাসা ছাড়া জীবন কাটে না।"
61."ভালোবাসার সম্পর্ক হলো
একই আত্মায় বসবাস করা
দুটো ভিন্ন দেহের গল্প।
স্থানগত দূরত্ব প্রকৃত
ভালোবাসায় কখনো
বাধা হতে পারে না।"
62."যে সত্যি তোমাকে ভালোবাসবে,
সে কখনোই তোমাকে ভুলে থাকতে
পারবে না হয়তো অভিমান করে
কথা বলবে না, তবু সে সারাক্ষণ
তোমাকেই মিস করবে।"
63."প্রেম দুজন কেই সরিয়ে তোলে,
যে ভালোবাসা দেয় এবং
যে ভালোবাসা পায়।"
64."কাউকে আপন করে পাওয়া
প্রেম নয়, প্রেম হল আপন
জনের মনে জায়গা করে নেওয়া।"
65."কখনও কখনও প্রেম
কঠিন হতে পারে। কিন্তু তার
জন্য সব কিছু করা যেতে পারে।"
66."দুনিয়ার জন্য তুমি একটা
সাধারণ মানুষ, কিন্তু একটি
সাধারণ মানুষের কাছে তুমি
তার সম্পূর্ণ দুনিয়া।"
67.তোমাকে ধরে রাখার ক্ষমতা
হয়তো আমার নেই, কিন্তু তোমাকে সারা
জীবন ভালোবাসার ক্ষমতা আমার আছে।
79.একটা আকাশ বাতাসের জন্য,
একটা সাগর নদীর জন্য।
একটা ফুল ভ্রমরার জন্য,
আর আমি শুধু তোমার জন্য।
80.সকল কষ্ট মুছে দেবো দেবো তোমায় হাঁসি;
হৃদয় থেকে বলছি তোমায় অনেক ভালোবাসি।
Bengali Caption For Facebook DP 2023, বাংলা শর্ট ক্যাপশন, ক্যাপশন ফর ফেইসবুক বাংলা, প্রোফাইল পিকচার ক্যাপশন বাংলা, fb status bangla, fb captions in bengali.
ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের বেশিরভাগ সময় ফেসবুকে কাটান। বন্ধুরা, সবাই ফেসবুকে স্ট্যাটাস আপডেট করতে চায়, কিন্তু তারা পছন্দসই স্ট্যাটাস খুঁজে পায় না, তাই আজ আমরা আপনাদের জন্য হিন্দিতে ফেসবুক স্ট্যাটাস FB স্ট্যাটাস নিয়ে এসেছি, যা আপনি পছন্দ করবেন এবং আপনার বন্ধুরাও এটি পছন্দ করবেন।
1.আমি ছাড়া অন্য কোথাও
তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে!❤️
2.একজন সুদর্শন পুরুষের চেয়ে
একজন যত্নশীল পুরুষ উত্তম!❤️
3.কারো কাছে পাওয়া ভালোবাসা
তোমাকে শক্তি দেবে,
আর তুমি কাউকে ভালোবাসলে
তার কাছ থেকে সাহস পাবে।
4."যখন আমার কিছু বলার
আগেই তুমি বুঝে যাও, তখন
তোমার প্রতি একটু বেশিই
ভালোবাসা অনুভব করি।"
5."আমাদের জীবনে যে দৃঢ়
এবং স্থায়ী খুশী আছে,
তার জন্য ৯০ শতাংশ প্রেম দায়ী।"
6."চলো, আমরা জীবনের পথটা
এক সাথে হেঁটে পার করি।
চলার পথে তোমার যা যা প্রয়োজন হবে
আমরা ভাগাভাগি করে নিব।"
7."ভালোবাসা দিয়ে পরকে আপন
করা যায় আর সম্পর্ককে করে
তোলা যায় আরও অনেক গভীর"
8."বিশ্বাস হলো এক বিনি
সুতোর মালা যা যেকোনো সম্পর্কে
দৃঢ়ভাবে বেঁধে রাখতে পারে।"
9."কখনও অভিমান কোরো না,
কারণ আমি অভিমানী
কে মানাতে জানি না।"
10."ভালো লাগে, যখন
আমি কিছু না বললেও,
আমাকে দেখে তুমি ছোট্ট হাসি দাও"
11.মেঘ করলেই যেমন সবসময় বৃষ্টি নামেনা,
তেমনি ভালো লাগলেই তা
সবসময় ভালোবাসা হয় না।
12.পুরুষ মানে বুকের মাঝে
মেঘের আকাশ বৃষ্টি হীন দুচোখ।
13._জীবনে তিনটা জিনিস খুব বেশি দামী,,
_বিশ্বাস, বন্ধুত্ব, ভালোবাসা...
14.বন্ধুত্ব থেকে ভালোবাসায় পরিণত হওয়া
সম্পর্কগুলো অসাধারণ হয়
15.বন্ধুত্ব হোক চিরস্থায়ী, ক্ষনস্থায়ী নয়!
একজন বিশস্ত বন্ধু দশ হাজার আত্নীয়র সমান
16.টাকা থাকাটা খুব জরুরি! কারণ,
'ভালোবাসা' 'বন্ধুত্ব' 'চাকরি' 'সম্মান'
সব কেনা যায়!
17.“মানুষের সবচেয়ে প্রিয় ইচ্ছা
প্রকৃতি সবসময় পূর্ণ করে।”
—হুমায়ূন আহমেদ
18.মানুষ সভাবতই সৌন্দর্যের পূজারী....
কিন্তু অহংকার বিহীন
সৌন্দর্য আর আছে কোথায়?
প্রকৃতি ছাড়া
19.তুমি রাত্রি হলে হব নিরবতা
তুমি দুঃখ পেলে হব তার ব্যাথা
তুমি প্রকৃতি হও হব তার ছবি
তুমি কবিতা হলে হব তার কবি
Fb captions in bangla
20.সুখ খুঁজতে প্রকৃতিতে ঘুরে বেড়াও।
সেখানেই প্রকৃত সুখ মিলে
21.বৃষ্টির পর রংধনুর সাত রঙ্গে প্রকৃতি যখন
সাজে পুরো পৃথিবীটাই রঙ্গিন হয়ে উঠে...…
22.প্রকৃতি যেখানে সেজে থাকে আপনি
সেখানেই যান।মন ভালো হয়ে যাবে।
23.প্রকৃতি থেকে তুমি যেই মনের প্রশান্তিটা পাবে
পৃথিবীর কোথাও সেই প্রশান্তিটা পাবে না।।
24.কখনো পেপসি, কখনো আইসক্রিম।
তুমি বন্ধু বলে এত পাগলামি,
বন্ধু তুমি বড়ই হারামি।।
25.বন্ধু মানে একলা পথে
বাড়িয়ে দেয়া হাত,
বন্ধু মানে থাকবো পাশেই
হোক না যতই রাত।
26.কাউকে সারা জীবন কাছে পেতে চাও?
তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো।
কারণ প্রেম একদিন হারিয়ে যাবে
কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না
27.বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর
সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না।
Read also: Attitude Caption In Bengali For Facebook
28.বন্ধুত্ব করার মত কোনো যোগ্য লোক পাওয়া
না গেলে, একা থাকো, তবুও অযোগ্যদের
সাথে বন্ধুত্ব করতে যেও না।
29.যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের
অপমান হতে দেখে নীরব থাকে,
তাদের সাথে বন্ধুত্ব করো না।
30.তুমি শেষ পর্যন্ত শুধু থেকে যেও।
ঐ নীল আকাশের জমে থাকা ধূসররঙা
মন খারাপ যখন বৃষ্টি হয়ে ঝরবে,আমি
তোমায় নিয়ে সেই বৃষ্টি তে ভিজবো।
31.খুব ইচ্ছে করে কোনো এক পড়ন্ত
বিকেলে খোলা আকাশের নিচে,
ওটা তোমার হাতে ধরিয়ে দিয়ে বলি-
এটা আমাকে আবৃত্তি করে শোনাও,
আমি মন দিয়ে শুনবো আর উত্তরে বলবো, ভালোবাসি
32.ইচ্ছে করে কোনো এক শরতে
আকাশ দেখবো দুজনে,
আকাশে শত শত রঙিন ঘুড়ি ,
হঠাৎ তুমি একটা কাশফুল হাতে বলবে, ভালোবাসি
33.যে কাজটা করলে আকাশ ভেঙে বৃষ্টি হয়,
বন্যা হয়, সবদিক দিশাহারা
হয় প্রকৃতি তো সেই কাজটাই করে -
আমিও যদি করি তাতে নতুন কিছুই ঘটে না।
34.তুমি যার সাথে যেই অন্যায় করোনা
কেন মনে রেখো একদিন তা তোমার
উপর এসে বর্তাবে কারণ প্রকৃতি কখনো কারো
পাপের ভার নিজের কাঁধে নেয় না।।
35.যানি তুমি সুযোগ পেলেই-
আকাশটাকে দেখো-
এবার তবে আকাশ হবো-
খাতায় লিখে রেখো-
36.প্রকৃতি মানেই শরৎ আর
শরৎ মানেই কাশফুল.!
37.এই অবেলায় ফোঁটা কাশফুল...
- নিয়তির মতো নির্ভূল.
তা দেখে আমার মন হয় বেকুল।
Best captions in bangali 2023
বাংলায় সেরা ফেসবুক স্ট্যাটাস পড়ুন, যা আপনি কপি করে আপনার FB প্রোফাইলে ব্যবহার করতে পারেন। এই স্ট্যাটাস সুন্দর, সেরা এবং কিছু মনোভাব প্রদর্শনের জন্য সহায়ক। ফেসবুক আজকাল সর্বাধিক ব্যবহৃত সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট, তাই প্রত্যেকেরই একটি প্রোফাইল রয়েছে। কখনও কখনও, আমরা একটি ক্যাপশন বা উদ্ধৃতি সহ একটি ছবি পোস্ট করতে চাই, এবং হিন্দিতে উপলব্ধ একটি খুঁজে পাচ্ছি না। যদিও আমরা আমাদের নিজস্ব ফেসবুক স্ট্যাটাস বা ছবির ক্যাপশন টাইপ করতে পারি কিন্তু সেগুলোর বানানে ভুল থাকতে পারে, অথবা আমরা হিন্দি ফন্ট মিস করতে পারি। নীচের তালিকা আপনাকে এই ধরনের পরিস্থিতিতে সাহায্য করবে। আমরা ফেসবুকের জন্য বাংলা স্ট্যাটাসের তালিকা শ্রেণীবদ্ধ করছি।
38.যেখানে কাশফুল দিগন্তের সাথে মিশে গেছে...
আকাশ থেকে দেখবো তোমার শহরও
39.কাশফুল অতি সাধারণ।অন্যান্য ফুলের
মতো তার কোনো যত্নের প্রয়োজন হয়না,
কোনো সুগন্ধি ছড়ায় না।তারপরও সে
তার অপরুপ সৌন্দর্যে মানুষকে মুগ্ধ করে।
40.আমাই নিয়ে কি কেউ ভাবে
দিবা রাতে এক চুল।
আমি কখনো হতে পারিনা
শরৎএর কাশফুল।
41.সমুদ্র নিয়ে ক্যাপশন
তুমি যখন কাউকে ভালোবাসবে এক
বুক সমুদ্র নিয়ে ভালোবাসবে,এক
বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে।
তা নাহলে ভালোবাসার কোন অর্থ নেই।
" হুমায়ূন ফরিদি "
42.নিজের একান্ত একটা মানুষ না থাকা মানেই,
এক সমুদ্র নোনা জল,,
এক আকাশ কালো মেঘ,,
এক বিষন্নতায় ঘেরা চৈত্রের খাঁ খাঁ করা তপ্ত দুপুর,,
43.এক সমুদ্র ভালোবাসার পরেও যার
অন্যের প্রতি থাকে ঝোঁক,
সে আমার না হোক!
কাজি ইসরাক জাহান
44.চোখের নিচে গর্ত হয়ে গেছে, ছোট খালের মতো।
বাইরে থেকে ছোট খাল, ভিতরে সমুদ্র।
আমি সেই সমুদ্রে আমাকে সাঁতার কাটতে দেখি।
আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় উদ্ধারকারী জাহাজ।
45.আমি ক্লান্ত প্রাণ এক,
চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো
নাটোরের বনলতা সেন।
"জীবনানন্দ দাশ"
46.❝পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হয়
এবং এই যে সমুদ্র, এর সাথে যদি আরও
সাতটি সমুদ্র যুক্ত হয়ে কালি হয় তবুও
আল্লাহর বাণী নিঃশেষ হবেনা।
আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।❞
"আল কুরআন"
47.বৃষ্টি নিয়ে ক্যাপশন
একদিন আকাশের মেঘটুকু
আমি বুকে টেনে নিবো।
বৃষ্টি এসে তোমাকে ছুঁতে পারবে না।
ভেজাতে পারবে না তোমার শহর।
48.বৃষ্টি
কখনো হাসায়
কখনো ভাসায়
কখনো কাঁদায়…
49.শহরের কোলাহল থেকে গ্রামের
প্রকৃতি মাঝে ঘুরতে চমৎকার লাগে
Fb quotes, captions in bengali
50.বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে,
বৃষ্টিটা অবিকল ঠিক তোমার মতো...!!
ছুঁয়ে যায়...
বয়ে যায়.....
ঝরে পরে......
আমাকে ভিজিয়ে যায়.....
- তবে রয়ে যায় নাহ্-
51."তুমি ভাবছ মেঘ করেছে
বৃষ্টি পড়বে অনেকক্ষণ
আসলে তো মেঘ করেনি
আমার মন খারাপের বিজ্ঞাপন!"
52.বন্ধুত্ব' কত দিনের, চেনা পরিচয়ের
সময়কাল কত, এসবের উপর বন্ধুত্বের
গভীরতা নির্ভর করে না। বন্ধু হলো
'কমফোর্ট জোন', যার কাছে নিজেকে
ভেঙে-চুরে জমা রাখা যায়
'53.বন্ধুত্ব' মানে একজোড়া 'বিশ্বস্ত' হাত,
যে হাত শক্ত করে ধরে রাখবে
যে কোনো পরিস্থিতিতে।
54.বন্ধুত্ব তৈরী করা মটি দিয়ে মাটিতে
লিখার মতো সহজ কিন্তু বন্ধুত্ব ধরে রাখা
পানি দিয়ে পানিতে লিখার মতো কঠিন
55."জীবনের যুদ্ধ...
ঘৃণার মাধ্যমে নয়,
ভালোবাসা দিয়ে জিততে হয়।"
56."ভালোবাসায় পাগলামো
করা ঈশ্বরের আশীর্বাদের মত"
57."একটি ছোট্ট আশা ভালোবাসার
জন্ম দেওয়ার জন্য যথেষ্ট।"
58."সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে
থাকা নয় সম্পর্ক এমন হোক
যেন কাছে না থেকেও পাশে
থাকার অনুভূতিটা হয়;
কালকে যতটা ভরসা ছিল
আজ কেও যেন ততটাই রয়।"
59."প্রেম সম্পর্কে বেশি কিছু আমি
জানি না, শুধু তুমি সামনে আসলেই
আমার অনুসন্ধান শেষ হয়ে যায়।"
60."সূর্যালোক ছাড়া ফুল
যেমন ফোটে না, ঠিক তেমন
ভালোবাসা ছাড়া জীবন কাটে না।"
61."ভালোবাসার সম্পর্ক হলো
একই আত্মায় বসবাস করা
দুটো ভিন্ন দেহের গল্প।
স্থানগত দূরত্ব প্রকৃত
ভালোবাসায় কখনো
বাধা হতে পারে না।"
62."যে সত্যি তোমাকে ভালোবাসবে,
সে কখনোই তোমাকে ভুলে থাকতে
পারবে না হয়তো অভিমান করে
কথা বলবে না, তবু সে সারাক্ষণ
তোমাকেই মিস করবে।"
63."প্রেম দুজন কেই সরিয়ে তোলে,
যে ভালোবাসা দেয় এবং
যে ভালোবাসা পায়।"
64."কাউকে আপন করে পাওয়া
প্রেম নয়, প্রেম হল আপন
জনের মনে জায়গা করে নেওয়া।"
65."কখনও কখনও প্রেম
কঠিন হতে পারে। কিন্তু তার
জন্য সব কিছু করা যেতে পারে।"
66."দুনিয়ার জন্য তুমি একটা
সাধারণ মানুষ, কিন্তু একটি
সাধারণ মানুষের কাছে তুমি
তার সম্পূর্ণ দুনিয়া।"
67.তোমাকে ধরে রাখার ক্ষমতা
হয়তো আমার নেই, কিন্তু তোমাকে সারা
জীবন ভালোবাসার ক্ষমতা আমার আছে।
68.ভালোবাসার মানুষকে চোখ
দিয়ে দেখতে হয় না
হৃদয় দিয়ে অনুভব করতে হয়।
69.এক জীবনের একটি আসা একটি ভালোবাসা,
একজনকেই ভালোবেসে বাঁধবো সুখের বাসা।
সেই বাসাতে সারাজীবন কাটিয়ে দিবো জীবন,
সারাজীবন পাশে থাকবো হয়ে আপনজন।
70.হিয়ার মাঝে রেখে দিবো যেতে দিবো না,
মায়ার বাঁধনে বেঁধে রাখবো ছেড়ে যাবো না।
তোমার মনের মাঝে যত্ন করে আমায় দিয়ো ঠাঁই,
তোমার মতো বন্ধু যেনো জনম জনম পাই।
71.স্বপ্ন দিয়ে আঁকি সুখের সীমানা,
হৃদয় দিয়ে খুঁজি আমি মনের ঠিকানা।
ছায়ার মতো থাকবো আমি শুধু তার
পাশে, যদি বলে সে আমায় ভালোবাসে।
72.রাত নয় চাঁদ আমি, সেই চাঁদের
আলো তুমি। মাটি নয় ফুল আমি,
সেই ফুলের কলি তুমি। আকাশ নয়
মেঘ আমি সেই মেঘের বৃষ্টি তুমি।
এভাবে মিশে থাকবো তুমি আর আমি।
73.তুমি আমার রঙিন স্বপ্ন শিল্পীর রঙ-এর ছবি,
তুমি আমার চাঁদের আলো সকাল বেলার রবি।
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল,
তুমি আমার ভালোবাসা শিউলি বকুল ফুল।
74.লাগবে যখন খুব একা চাঁদ হয়ে দিবো দেখা;
মনটা যখন থাকবে খারাপ স্বপ্নে গিয়ে
করব আলাপ। কষ্ট যখন মন
আকাশে তাঁরা হয়ে জ্বলবো পাশে।
75.ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজনে সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা, তুমি
বন্ধু আসলে দেবো আমার সব ভালোবাসা।
76.জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি,
নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি।
জানতাম না কাকে ভালোবাসা বলে,
শুধু শিখিয়েছ তুমি।
77.তুমি তোমার ইচ্ছামত আমাকে কাঁদাও,
তুমি তোমার ইচ্ছামত আমাকে কষ্ট দাও।
তুমি তোমার ইচ্ছামত আমাকে দূরে রাখো,
তবে আমাকে আমার ইচ্ছা মতো
শুধু তোমাকে ভালোবাসতে দিও।
78.ভালোবাসা তো যায়না টাকা দিয়ে কেনা,
ভালোবাসা দিয়ে যায়না হীরা মুক্তা দিয়ে গড়া।
দুটি মনের আকুলতায় যে বন্ধন হয়,
তাকেই তো ভালোবাসা কয়।
দিয়ে দেখতে হয় না
হৃদয় দিয়ে অনুভব করতে হয়।
69.এক জীবনের একটি আসা একটি ভালোবাসা,
একজনকেই ভালোবেসে বাঁধবো সুখের বাসা।
সেই বাসাতে সারাজীবন কাটিয়ে দিবো জীবন,
সারাজীবন পাশে থাকবো হয়ে আপনজন।
70.হিয়ার মাঝে রেখে দিবো যেতে দিবো না,
মায়ার বাঁধনে বেঁধে রাখবো ছেড়ে যাবো না।
তোমার মনের মাঝে যত্ন করে আমায় দিয়ো ঠাঁই,
তোমার মতো বন্ধু যেনো জনম জনম পাই।
71.স্বপ্ন দিয়ে আঁকি সুখের সীমানা,
হৃদয় দিয়ে খুঁজি আমি মনের ঠিকানা।
ছায়ার মতো থাকবো আমি শুধু তার
পাশে, যদি বলে সে আমায় ভালোবাসে।
72.রাত নয় চাঁদ আমি, সেই চাঁদের
আলো তুমি। মাটি নয় ফুল আমি,
সেই ফুলের কলি তুমি। আকাশ নয়
মেঘ আমি সেই মেঘের বৃষ্টি তুমি।
এভাবে মিশে থাকবো তুমি আর আমি।
73.তুমি আমার রঙিন স্বপ্ন শিল্পীর রঙ-এর ছবি,
তুমি আমার চাঁদের আলো সকাল বেলার রবি।
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল,
তুমি আমার ভালোবাসা শিউলি বকুল ফুল।
74.লাগবে যখন খুব একা চাঁদ হয়ে দিবো দেখা;
মনটা যখন থাকবে খারাপ স্বপ্নে গিয়ে
করব আলাপ। কষ্ট যখন মন
আকাশে তাঁরা হয়ে জ্বলবো পাশে।
75.ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজনে সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা, তুমি
বন্ধু আসলে দেবো আমার সব ভালোবাসা।
76.জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি,
নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি।
জানতাম না কাকে ভালোবাসা বলে,
শুধু শিখিয়েছ তুমি।
77.তুমি তোমার ইচ্ছামত আমাকে কাঁদাও,
তুমি তোমার ইচ্ছামত আমাকে কষ্ট দাও।
তুমি তোমার ইচ্ছামত আমাকে দূরে রাখো,
তবে আমাকে আমার ইচ্ছা মতো
শুধু তোমাকে ভালোবাসতে দিও।
78.ভালোবাসা তো যায়না টাকা দিয়ে কেনা,
ভালোবাসা দিয়ে যায়না হীরা মুক্তা দিয়ে গড়া।
দুটি মনের আকুলতায় যে বন্ধন হয়,
তাকেই তো ভালোবাসা কয়।
79.একটা আকাশ বাতাসের জন্য,
একটা সাগর নদীর জন্য।
একটা ফুল ভ্রমরার জন্য,
আর আমি শুধু তোমার জন্য।
80.সকল কষ্ট মুছে দেবো দেবো তোমায় হাঁসি;
হৃদয় থেকে বলছি তোমায় অনেক ভালোবাসি।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url