Best Caption In Bengali For FB বেস্ট ফেসবুক ক্যাপশন বাংলা 2023
প্রিয় পাঠক,1.কার উপর এই পৃথিবী হেসেছে!
সেটাই ইতিহাস সৃষ্টি করেছে।
2.কাজটি এমনভাবে করুন যাতে বিখ্যাত হয়ে যায়!
অথবা এমনভাবে নাম ব্যবহার করুন যাতে শুনলেই কাজ হয়ে যায়
4.এত ধনী হও যে এই পৃথিবীর মূল্যবান জিনিস
দামি জিনিস কিনতে পারেন।
তবে এত দামী হও যে এই পৃথিবীতে কেউ নেই
এমনকি সবচেয়ে ধনী ব্যক্তিও আপনাকে কিনতে পারবে না।
5.মিথ্যা জয়ের আসল মজা তখনই!
যখন সবাই তোমাকে হারানোর অপেক্ষায় থাকে।
6.নিজেকে বিকাশ করুন, মনে রাখবেন,
গতি এবং বিকাশ একটি জীবন্ত মানুষের লক্ষণ।
7.সাফল্যের জন্য কোন নির্দিষ্ট সময়অপেক্ষা করবেন না!
বরং আপনার প্রতিটা সময়কে বিশেষ করে তুলুন।
8.জীবনে যদি কখনো খারাপ চিন্তা আসে
একটা কথা সবসময় মনে রাখবেন,
আপনি যে জীবন যাপন করছেন
কারও কারও কাছে এটি স্বপ্নের মতো হবে।
9.সূর্য যতই উজ্জ্বল হোক না কেন
সাগর শুকিয়ে যেতে পারে না।
একই আশার সাগর
একটি পরাজয় থেকে খালি হতে পারে না.
10.কেউ একজন আল্লাহকে জিজ্ঞেস করেছিল তোমার সবচেয়ে কাছের কে!
ঈশ্বর বলেছেন যে ব্যক্তি প্রতিশোধ গ্রহণ করে
তার শক্তি থাকুক এবং তবুও তিনি ক্ষমা করেছেন।
11.মাটির হাঁড়ি আর সংসারের কদর!
শুধু নির্মাতাই জানেন, ধ্বংসকারী নয়।
Some Good Caption in Bengali
12.স্বপ্ন আর লক্ষ্যের মধ্যে একটাই পার্থক্য!
স্বপ্নের জন্য প্রয়োজন অনায়াসে ঘুম এবং
লক্ষ্যের জন্য ঘুম ছাড়া কাজ করুন।
13.আপনি সবসময় যা চান তা পাবেন
আপনি আজ করছেন
যাকে আপনি কাঙ্খিত করছেন তা নয়।
14.জীবনে বড় কিছু করতে চাইলে দুটো জিনিস
চিরদিন মনে রেখো !
প্রথম যে হারিয়েছে সে দুঃখবোধ করে না আর যে
সেটাও কারো চেয়ে কম নয়।
15.জীবনে উচ্চ ক্রমবর্ধমান
মানুষের সাথে ভাল আচরণ করুন!
কারণ আপনি যদি আবার নিচে আসেন
আপনাকে এই লোকদের সাথে মোকাবিলা করতে হবে।
16.মানুষ বলে টাকা থাকলে কিছু করা উচিত।
আর টাকা বলে তুমি কিছু করলে আমি এসে দেখাবো।
17.সিংহ হও সিংহাসন নিয়ে চিন্তা করো না
তুমি যেখানে সিংহাসনে বসবে সেখানে করো
সেটাই হবে।
18.সাফল্য আমাদের বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয়!
এবং ব্যর্থতা আমাদের বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয়।
19.যারা খুশি তাদের জন্য
আমার সুখের চেয়ে তোমাকে বেশি সুখী দেখতে চাই।
20.সাফল্যের চাবিকাঠি!
ইতিবাচক চিন্তা এবং অবিরাম প্রচেষ্টা।
Best Type FB Caption, Quotes
24.মানুষ যদি তোমার স্বপ্ন দেখে না হাসে,
তাই বুঝুন আপনার স্বপ্নগুলো খুবই ছোট।
Or Status: বাংলা কষ্টের ক্যাপশন
25.আমাদের স্বার্থপরতার শেষ কোথায়!
সেখান থেকেই আমাদের মানবতার শুরু।
26.রাস্তা কখনো শেষ হয় না, শুধু মানুষই সাহস হারায়।
সাঁতার শিখতে হলে পানিতে নামতে হবে।
তীরে বসে কেউ ডুবুরি হয়ে যায় না।
27.একটি নদী একটি পাহাড় কাটে, কিন্তু
তোমার শক্তিতে নয়!
কিন্তু আপনার নিরন্তর প্রচেষ্টায়।
28.জীবনে কখনো হাল ছাড়বেন না
সাথে একজন মানুষকে পরাজিত করা কঠিন
29.সংগ্রাম মানুষকে শক্তিশালী করে!
তাহলে সে যতই দুর্বল হোক না কেন।
36.যেখানে অন্যকে বোঝা কঠিন হয়ে পড়ে।
সেখানে নিজেকে বোঝা ভালো।
37.অভিজ্ঞতার চুল্লিতে যারা জ্বলে,
বিশ্ববাজারে একই মুদ্রা ব্যবহার করা হয়।
43.অধ্যয়ন আপনি আজ বেদনাদায়ক খুঁজে
হয়েছে; যদি আপনি এই যন্ত্রণা সহ্য করেন
থাকা; তাই আগামীকাল এই ব্যথা আপনার সবচেয়ে খারাপ
বড় শক্তিতে পরিণত হবে।
44.ভাগ্য সুযোগ দেয়!
কিন্তু কঠোর পরিশ্রম সবাইকে অবাক করে।
45.উড়তে ক্ষতি নেই, তুমিও উড়ো!
কিন্তু শুধুমাত্র যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায়।
46.আপনি যদি সেই একজনকে খুঁজছেন
আপনার জীবন বদলে দেবে!
তাই আপনি আয়নায় নিজেকে দেখুন।
47.একজন মানুষ বড় হোক বা ছোট তাতে কিছু যায় আসে না!
তার গল্প বড় হওয়া উচিত।
48.অসফল মানুষ দুনিয়ার ভয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে।
আর সফল ব্যক্তিরা তাদের সিদ্ধান্ত দিয়ে পুরো পৃথিবী বদলে দেন।
49.উন্নতির একটাই পথ
কখনো পিছনে তাকাবে না
50.গন্তব্য না পেলে পথ বদলান!
কারণ গাছ তার শিকড় নয় পাতা বদলায়।
51.কিছু করতে চাইলে ভিড় থেকে দূরে চলে যান।
জনতা সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়।
52.ভাল সময় দেখতে মনে রাখবেন
খারাপ সময়েরও মুখোমুখি হতে হয়।
53.আপনি শুরু করতে মহান হতে হবে না!
আপনাকে দুর্দান্ত হতে শুরু করতে হবে।
54.আমি সেই ছেলেদের কাছে হারাতে ভালবাসি!
আমার পরাজয়ের কারণে যারা প্রথমবার জিতবে।
অন্ধকারে মানুষ একটু এল পেলে
জীবন ফায়ার পেতে চায়।
কিন্তু আমি তোমাকে চাই।
Perfect কাউকে চাই না
বিশ্বাস করা যায় এমন
এক জন হলেই হবে।
ভুল বুঝে কতো দিন
দূরে সরে থাকবে
কবে কাছে এসে বলো এ জ্বালা জুড়াবে
তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখতে যাই।
জানি না তুমি চাও কিনা আমায়
বসে থাকি তোমার অপেক্ষায়
এই মন আরো ভালোবাসতে চায়
বোঝো না কেন তুমি ?
বেকার ছেলেটাও একদিন চাকরি পেয়ে যাবে।
শুধু পাবে না হারিয়ে যাওয়া ভালোবাসা।
একা থাকতে শেখ দেখবে কষ্ট কমে গেছে।
জীবনের একটা গল্প লিখতে বসলাম
দুঃখ গুলো লেখা শেষ
কিন্তু যখনি সুখ লিখতে যাবো
ঠিক তখনি কলমের কালী শেষ। এটাই জীবন।
দূরে থাকি না তো
তোর চার পাশে এত মানুষ
তাই কাছে যেতে পারি না।
সকলে বরং রঙিন দেখুক
হৃদয়ে থাকে না ক্ষত।
আগুন দিলেই পুড়বো নাহয়
রঙ মশালের মত।
প্রার্থনা করি ভালোবাসে
তাকেই যেন পায়।
কেননা
অসমাপ্ত ভালোবাসা
সত্যি খুব কাঁদায়।
যার সাথে কথা না বলে বেশিক্ষন
থাকা যায় না
দেখবেন তার সাথেই আপনার
বেশি ঝামেলা হবে।
যা পেয়েছো তা হারিয়ো না।
যা হারিয়েছো তা পেতে চেয়েওনা।
যা পায়নি
তা কখনো তোমার ছিলনা।
এক দিন আমার সব ছিল
আজ আমি ছাড়া আমার কেউ নেই।
কিছু চাই নি আমি
ভালোবাসা ছাড়া
আমিও তাদের দলে বার বার
মরে যায় যারা।
সেদিন ভোরে বুকের গভীরে
শুনেছি জমে থাকা নীল
বেদনারার কাঁদে।
লুকিয়ে কেঁদে নিলেও কেউ জানতে পারে না।
ভাগ্যিস চোখের জলের কোনো গন্ধ হয় না।
জীবন থেকে একটা জিনিস শিখতেছি চাইলেই সবার আপন হওয়া যায়না।
মানুষ আসলে যতটা আপন সাজে ততটাও আপন নয়
মোবাইলে এমন কিছু নাম্বার থাকে যাতে না করা Call না Deleted
অবহেলার আরেক নাম একটু পর কথা বলি এখন একটু ব্যস্ত আছি
হাসতে নিজে শেখো কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে
তোমার ভালোবাসাটা মিথ্যা হলেও অভিনয়টা পারফেক্ট ছিল।
নিরবতা অনেক কথা বলে। যা বোঝার ক্ষমতা সবার থাকে না।
একবার বিশ্বাস ভেঙে গেলে Sorry কোনো কাজেই আসে না
অনুভূতিটা আমার একান্ত চলে যাওয়ার কারণ তোমার ব্যাক্তিগত।
কখনো কখনো গুরুত্ব বোঝানোর জন্য দূরত্বের প্রয়োজন হয় ।
না বলাই হয়তো ভালো ‘ভালোবাসি’ বলে ফেলাটা
অনেক বন্ধুত্বের সমাপ্তির কারণ হয়ে দাঁড়ায়।
তুমি যেমন দিবে ঠিক তেমনটিই ফেরত
পাবে হোক সেটা ভালোবাসা কিংবা সম্মান
ভুলতে কখনোই চাইনি ভুলিও নি শুধু ভুলে
যাবার অভিনয়টা নিখুঁত ভাবে চালিয়ে যাচ্ছি।
কিছু মানুষ কোনদিনও কারো প্রিয় হতে পারেনা – যেমন আমি
পাশে না থেকেও প্রতিটি মুহূর্তে তাকে অনুভব
করার নামই One Side Love
অন্যের জন্য নিজেকে Change করার কোনো প্রয়োজন নেই।
যে পছন্দ করবে সে নাহয় একটু Adjust ও করে নেবে।
অভিমান ভুলে গেলেও অপমান কোনোদিন ভুলে যেতে নেই।
I’m Not Busy কিন্তু আসলে এখন কারো সাথে কথা বলতে ভালো লাগেনা
Bangla Captions Attitude
যারা খুব তাড়াতাড়ি বদলে যায় তারা মানুষ না আবহাওয়া বোঝায় যায় না।
আমার পিছনে তারই কথা বলেযারা আমার সামনে কথাবলার সাহস পায়না
অন্যের চরিত্র নিয়ে তারাই কথা বলে যাদের নিজের চরিত্র ঠিক থাকে না
মুখের ওপর সত্যি কথা বলার মানুষগুলিই আসলে সবার অপ্রিয় হয়।
আমি তাদের সন্মান করি যারা সন্মান
পাওয়ার যোগ্যতা রাখে।
ভালোবাসাটা দামী হয় না ভালোবাসার মানুষটা দামী হয়।
খুব ভালো লাগে যখন তুমি হাজার ব্যস্ততার মাঝেও
আমার খোঁজে নাও
ভরসা ছিল বিশ্বাস ছিল পরে বুঝলাম সবটাই আমার ভুল ছিল।
মাঝে মাঝে হয়তো তুমি তোমার প্রিয় মানুষটি কে
মিস করোনাকিন্তু পুরোনো অনুভূতি গুলোকে Miss করো।
অনেক সাধনার পর পেয়েছি তোমায় আর তোমাকে হারাতে চাইনা
তোমাকে ভালোবাসার পর কিজানি কেনো আর অন্য কাউকে ভালোলাগেনা।
তারপরেও প্রেম এসেছে বহুবার কিন্তু
ঠকতে রাজি আছি কিন্তু ঠকাতে নয় হ্যা এটাই আমি।
কাছে আসা সহজ যত্ন নেওয়া নয় প্রেমে পড়া সহজ ভালোবাসা নয়।
সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয় সেটা হলো মানুষের মন।
প্রিয় তুমি গুরুত্ব কমিয়ে দিয়েছো বলেই আমি শুধু দূরত্বটা বাড়িয়ে নিয়েছি
সময়ের সাথে কিছু ঠিক হয় না আমরা শুধু মানিয়ে নিতে শিখে যাই
আগলে রাখতে শিখো প্রিয় ও জীবনে কিছু জিনিস বার বার আসেনা।
বাস্তবতা মেনে নিতে শিখলে খুব সহজেই ভালো থাকা যায়।
শেষ টা সুন্দর হওয়ার জন্যে প্রচুর অপেক্ষার প্রয়োজন
তুই হাসলি যখন তখনই হলো এই মন তোর
তুমি প্রেমে বিশ্বাসী আর আমি ভালোবাসায়
কিছু ভালোবাসা এমনই হয় সবসময় আড়ালেই থেকে যায়।
Perfect না হতে পারি তবে সস্তা নই
কার খবর কে রাখেহাসলে কী সবাই ভালো থাকে।
এমন একটা সময় ছিল আমিও কারো প্রিয়জন ছিলাম
সব ‘চাওয়ার’ প্রাপ্তি নেই সব ‘পাওয়ার’ তৃপ্তি নেই।
মানুষ তো সবাই পার্থক্য শুধু মানসিকতায়।
আমার সুখের ঠিকানাশুধুমাত্র তুমি৷
ভালো লাগাটা প্রেম ভুলতে না পারাটাই ভালোবাসা
হাজার বিকল্প এলেও আমার তোমাকেই চাই৷
মেনে নিলে শান্তি আর মনে নিলেই অশান্তি৷
কথা রাখতে না পারলে কথা দাও কেন?
সে আমার প্রেমে পরেছিল আর আমি তার মায়ায়।
চঞ্চল ছিলাম পরিস্থিতি আমায় শান্ত থাকা শিখিয়ে দিয়েছে।
যাকে যতোটা তুমি মুল্য দিচ্ছি সে ততটাই সস্তা ভাবছে বাহ রে বাহ।
কথা দিতে সবাই পারে কথা রাখতে সবাই পারে না।
জীবনে ভুল মানুষ গুলোর আসা জরুরি নয়তো
সঠিক মানুষ গুলোকে চেনা যায় না
শিক্ষা শুধু বই থেকে নয় কাছের মানুষের থেকেও পাওয়া যায়।
চাইলেই যদি পাওয়া যেত তাহলে পৃথিবীতে
কোনো গল্পই অসমাপ্ত থাকতো না।
কত স্বপ্নের অলিগলি খুঁজেছি ছোটোবেলায়
আজ বড্ড বড় হয়ে গেছি
খেলছি শুধু বেঁচে থাকার খেলা।
হতে চাইনা কারোর মতন থাকতে চাই শুধু নিজের মতন।
My Life My Rules কেউ আমাকে পছন্দ
করুক বা ঘৃনা করুক I Don’t Care OK
পুরোনো সব অতীত জেনেও ধরেছে যে হাত।
কভু তাকে দিওনা ছেড়ে দিয়ে অজুহাত।
বন্ধুত্বের সবচেয়ে বড় উপহার হল বুঝতে পারা আর বোঝাতে পারা
ছেড়ে দিলেই যদি ছাড় পাওয়া যেতো তবে
উপন্যাসের শেষ পাতায় সবাই সুখ খুঁজে পেতো
আমি তোমাকে চাই ক্ষনিকের জন্য নয় সারাজীবনের জন্য
স্মৃতি সবার কাছেই আছে যা কাউকে হাসায় আর কাউকে কাঁদায়।
হাসতে খুব ভালো লাগে আমার সেটা ছবিতে হোক বা বাস্তবে
আমি Just আমি অন্য কারো কাছে না হলেও
নিজের কাছে ভীষণ দামী
অপেক্ষা সেই করে যে মন থেকে ভালোবাসতে পারে।
কথা দেয় অনেকেই কথা রাখে কজন
নিজের প্রয়োজন মিটলে বদলে যায় প্রিয়জন
সব সম্পর্কের পাসওয়ার্ড একটাই বিশ্বাস
যদি আস্তে আস্তে কমে যায় কথা আর গল্প
তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প
হাতে লেখা চিঠি তুমি লেখো নাতো আর
সময় নেই রাস্তায় হেঁটে বেড়াবার
শুধু মুখমুখী বসে থাকা ব্যস্ত পারিস্তায়।
কালো হয়ে যাচ্ছে আকাশের কোণ
ভেসে যাবে আমার শহর এখন
হাঁটু জলে ফিরে যাবো ওক্কুর দত্তলেন
তুমি আর যাই হও-তুমি নও বনলতি সেন।
বড় ইচ্ছে করছে ডাকতে
তার গন্ধে মেখে থাকতে
কেন সন্ধ্যে সন্ধ্যে নামলে সে পালায়
তাকে আঁটকে রাখার চেষ্টা
আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা
আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়।
মনে পড়ে রুবি রায়
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
রোদ জ্বলা দুপুরে সুর তুলে নূপুরে
বাস থেকে তুমি যবে নাবতে।
একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনোদিন ভাবতে?
দ্বীপ জ্বলা সন্ধ্যায়
দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি
সেদিনও ছিল দুপুর এমন
ঝকঝকে রোদ অস্থির মন
আর ঘড়ি কাঁটায় তখন প্রশ্রয়
সেদিনের মত কলেজের ক্লাস
শেষ হয়ে গেছে অবকাশ
পাওয়া গেছে ফের দেখার আকাশ
নীলচে সময়।
নীল রঙ ছিল ভীষণ প্রিয়
তাই সব কিছু নীলিয়ে দিল
মনে পড়ে কি সেদিন
বলেছিলাম তোমায়
আজ নীল রং এ মিশে গেছে লাল
আজ রং চিনে নেবার আকাল
নীল বাতাসেও বে-নীল ভেজাল
ভেসে বেড়ায়।
সেটাই ইতিহাস সৃষ্টি করেছে।
2.কাজটি এমনভাবে করুন যাতে বিখ্যাত হয়ে যায়!
অথবা এমনভাবে নাম ব্যবহার করুন যাতে শুনলেই কাজ হয়ে যায়
3.জীবনে সেই স্তরে পৌঁছান
যাও যাতে মানুষ তোমাকে হারায়
আফসোস সারাজীবন
যাও যাতে মানুষ তোমাকে হারায়
আফসোস সারাজীবন
4.এত ধনী হও যে এই পৃথিবীর মূল্যবান জিনিস
দামি জিনিস কিনতে পারেন।
তবে এত দামী হও যে এই পৃথিবীতে কেউ নেই
এমনকি সবচেয়ে ধনী ব্যক্তিও আপনাকে কিনতে পারবে না।
5.মিথ্যা জয়ের আসল মজা তখনই!
যখন সবাই তোমাকে হারানোর অপেক্ষায় থাকে।
6.নিজেকে বিকাশ করুন, মনে রাখবেন,
গতি এবং বিকাশ একটি জীবন্ত মানুষের লক্ষণ।
7.সাফল্যের জন্য কোন নির্দিষ্ট সময়অপেক্ষা করবেন না!
বরং আপনার প্রতিটা সময়কে বিশেষ করে তুলুন।
8.জীবনে যদি কখনো খারাপ চিন্তা আসে
একটা কথা সবসময় মনে রাখবেন,
আপনি যে জীবন যাপন করছেন
কারও কারও কাছে এটি স্বপ্নের মতো হবে।
9.সূর্য যতই উজ্জ্বল হোক না কেন
সাগর শুকিয়ে যেতে পারে না।
একই আশার সাগর
একটি পরাজয় থেকে খালি হতে পারে না.
10.কেউ একজন আল্লাহকে জিজ্ঞেস করেছিল তোমার সবচেয়ে কাছের কে!
ঈশ্বর বলেছেন যে ব্যক্তি প্রতিশোধ গ্রহণ করে
তার শক্তি থাকুক এবং তবুও তিনি ক্ষমা করেছেন।
11.মাটির হাঁড়ি আর সংসারের কদর!
শুধু নির্মাতাই জানেন, ধ্বংসকারী নয়।
Some Good Caption in Bengali
12.স্বপ্ন আর লক্ষ্যের মধ্যে একটাই পার্থক্য!
স্বপ্নের জন্য প্রয়োজন অনায়াসে ঘুম এবং
লক্ষ্যের জন্য ঘুম ছাড়া কাজ করুন।
13.আপনি সবসময় যা চান তা পাবেন
আপনি আজ করছেন
যাকে আপনি কাঙ্খিত করছেন তা নয়।
14.জীবনে বড় কিছু করতে চাইলে দুটো জিনিস
চিরদিন মনে রেখো !
প্রথম যে হারিয়েছে সে দুঃখবোধ করে না আর যে
সেটাও কারো চেয়ে কম নয়।
15.জীবনে উচ্চ ক্রমবর্ধমান
মানুষের সাথে ভাল আচরণ করুন!
কারণ আপনি যদি আবার নিচে আসেন
আপনাকে এই লোকদের সাথে মোকাবিলা করতে হবে।
16.মানুষ বলে টাকা থাকলে কিছু করা উচিত।
আর টাকা বলে তুমি কিছু করলে আমি এসে দেখাবো।
17.সিংহ হও সিংহাসন নিয়ে চিন্তা করো না
তুমি যেখানে সিংহাসনে বসবে সেখানে করো
সেটাই হবে।
18.সাফল্য আমাদের বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয়!
এবং ব্যর্থতা আমাদের বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয়।
19.যারা খুশি তাদের জন্য
আমার সুখের চেয়ে তোমাকে বেশি সুখী দেখতে চাই।
20.সাফল্যের চাবিকাঠি!
ইতিবাচক চিন্তা এবং অবিরাম প্রচেষ্টা।
Best Type FB Caption, Quotes
21.যদি হারানোর ভয় থাকে
কখনো জয়ের আকাঙ্খা করো না।
22.যে তার পদক্ষেপের ক্ষমতার উপর আস্থা রাখে
একইভাবে রাখুন মানুষ প্রায়ই গন্তব্যে পৌঁছায়।
উড়তে হবে।
এমনকি যদি আপনাকে অনেকবার পড়তে হয়
স্বপ্ন সত্যি হতে
নিজের সাথে লড়লেও।
23.মেঝেতেও অনড়।
এমনকি উপায়গুলোও একগুঁয়ে
দেখা যাক কাল কি হয়
সাহসও জেদি।
কখনো জয়ের আকাঙ্খা করো না।
22.যে তার পদক্ষেপের ক্ষমতার উপর আস্থা রাখে
একইভাবে রাখুন মানুষ প্রায়ই গন্তব্যে পৌঁছায়।
উড়তে হবে।
এমনকি যদি আপনাকে অনেকবার পড়তে হয়
স্বপ্ন সত্যি হতে
নিজের সাথে লড়লেও।
23.মেঝেতেও অনড়।
এমনকি উপায়গুলোও একগুঁয়ে
দেখা যাক কাল কি হয়
সাহসও জেদি।
24.মানুষ যদি তোমার স্বপ্ন দেখে না হাসে,
তাই বুঝুন আপনার স্বপ্নগুলো খুবই ছোট।
Or Status: বাংলা কষ্টের ক্যাপশন
25.আমাদের স্বার্থপরতার শেষ কোথায়!
সেখান থেকেই আমাদের মানবতার শুরু।
26.রাস্তা কখনো শেষ হয় না, শুধু মানুষই সাহস হারায়।
সাঁতার শিখতে হলে পানিতে নামতে হবে।
তীরে বসে কেউ ডুবুরি হয়ে যায় না।
27.একটি নদী একটি পাহাড় কাটে, কিন্তু
তোমার শক্তিতে নয়!
কিন্তু আপনার নিরন্তর প্রচেষ্টায়।
28.জীবনে কখনো হাল ছাড়বেন না
সাথে একজন মানুষকে পরাজিত করা কঠিন
29.সংগ্রাম মানুষকে শক্তিশালী করে!
তাহলে সে যতই দুর্বল হোক না কেন।
30.আত্মার কম্পনে
প্রচেষ্টার সেই তীরকে বাঁচিয়ে রাখো
জীবনের সবকিছু হারাবেন
কিন্তু আবার জিততে
আশা জীবিত রাখো
31.ঘরের কিছু দায়িত্ব রাতে ঘুম হারাম করে দেয়!
রাতে জেগে থাকা প্রত্যেক ব্যক্তি প্রেমিক নয়।
প্রচেষ্টার সেই তীরকে বাঁচিয়ে রাখো
জীবনের সবকিছু হারাবেন
কিন্তু আবার জিততে
আশা জীবিত রাখো
31.ঘরের কিছু দায়িত্ব রাতে ঘুম হারাম করে দেয়!
রাতে জেগে থাকা প্রত্যেক ব্যক্তি প্রেমিক নয়।
32.জীবন হল একটি খেলা!
এটা সিদ্ধান্ত নিতে আপনার উপর নির্ভর করে
আপনি একটি খেলা বা একটি খেলোয়াড় হতে চান.
33.যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করে
জীবনে কিছু করতে পারে
এছাড়াও করতে পারেন।
এটা সিদ্ধান্ত নিতে আপনার উপর নির্ভর করে
আপনি একটি খেলা বা একটি খেলোয়াড় হতে চান.
33.যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করে
জীবনে কিছু করতে পারে
এছাড়াও করতে পারেন।
34.বিজয়ীরা ভিন্ন কিছু করে না!
তারা শুধু একটি ভিন্ন উপায়ে কাজ করে.
35.আজ পথ তৈরি করেছে
তাই আগামীকাল গন্তব্যও পাওয়া যাবে।
এই সাহসী প্রচেষ্টা একদিন
তারা শুধু একটি ভিন্ন উপায়ে কাজ করে.
35.আজ পথ তৈরি করেছে
তাই আগামীকাল গন্তব্যও পাওয়া যাবে।
এই সাহসী প্রচেষ্টা একদিন
অবশ্যই রঙ আনবে।
36.যেখানে অন্যকে বোঝা কঠিন হয়ে পড়ে।
সেখানে নিজেকে বোঝা ভালো।
37.অভিজ্ঞতার চুল্লিতে যারা জ্বলে,
বিশ্ববাজারে একই মুদ্রা ব্যবহার করা হয়।
Awesome Status For Facebook
38.ততক্ষণ পর্যন্ত আপনি হাল ছেড়ে দিতে পারবেন না!
যতক্ষণ না আপনি চেষ্টা করা ছেড়ে দেন।
39.কখনই ভাববেন না যে আপনি একা
হ্যাঁ, তবে মনে করুন আপনি একা
তাতেই চলবে
40.কাউকে হারানো এত সহজ!
কিন্তু কাউকে জয় করা খুব কঠিন।
41.আপনি যদি কিছু চান
আর না পেলে বুঝো,
তোমার ভাগ্যে অন্য কিছু লেখা আছে।
42.কিছু না হওয়া পর্যন্ত!
ততক্ষণ পর্যন্ত এটা অসম্ভব মনে হয়।
38.ততক্ষণ পর্যন্ত আপনি হাল ছেড়ে দিতে পারবেন না!
যতক্ষণ না আপনি চেষ্টা করা ছেড়ে দেন।
39.কখনই ভাববেন না যে আপনি একা
হ্যাঁ, তবে মনে করুন আপনি একা
তাতেই চলবে
40.কাউকে হারানো এত সহজ!
কিন্তু কাউকে জয় করা খুব কঠিন।
41.আপনি যদি কিছু চান
আর না পেলে বুঝো,
তোমার ভাগ্যে অন্য কিছু লেখা আছে।
42.কিছু না হওয়া পর্যন্ত!
ততক্ষণ পর্যন্ত এটা অসম্ভব মনে হয়।
43.অধ্যয়ন আপনি আজ বেদনাদায়ক খুঁজে
হয়েছে; যদি আপনি এই যন্ত্রণা সহ্য করেন
থাকা; তাই আগামীকাল এই ব্যথা আপনার সবচেয়ে খারাপ
বড় শক্তিতে পরিণত হবে।
44.ভাগ্য সুযোগ দেয়!
কিন্তু কঠোর পরিশ্রম সবাইকে অবাক করে।
45.উড়তে ক্ষতি নেই, তুমিও উড়ো!
কিন্তু শুধুমাত্র যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায়।
46.আপনি যদি সেই একজনকে খুঁজছেন
আপনার জীবন বদলে দেবে!
তাই আপনি আয়নায় নিজেকে দেখুন।
47.একজন মানুষ বড় হোক বা ছোট তাতে কিছু যায় আসে না!
তার গল্প বড় হওয়া উচিত।
48.অসফল মানুষ দুনিয়ার ভয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে।
আর সফল ব্যক্তিরা তাদের সিদ্ধান্ত দিয়ে পুরো পৃথিবী বদলে দেন।
49.উন্নতির একটাই পথ
কখনো পিছনে তাকাবে না
50.গন্তব্য না পেলে পথ বদলান!
কারণ গাছ তার শিকড় নয় পাতা বদলায়।
51.কিছু করতে চাইলে ভিড় থেকে দূরে চলে যান।
জনতা সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়।
52.ভাল সময় দেখতে মনে রাখবেন
খারাপ সময়েরও মুখোমুখি হতে হয়।
53.আপনি শুরু করতে মহান হতে হবে না!
আপনাকে দুর্দান্ত হতে শুরু করতে হবে।
54.আমি সেই ছেলেদের কাছে হারাতে ভালবাসি!
আমার পরাজয়ের কারণে যারা প্রথমবার জিতবে।
Facebook Profile Picture Caption Bangla
মানুষের কিসের এত অহংকার
যার শুরু এক ফোঁটা রক্তে।
আর শেষ হল মৃত্তিকায়।
যার শুরু এক ফোঁটা রক্তে।
আর শেষ হল মৃত্তিকায়।
অন্ধকারে মানুষ একটু এল পেলে
জীবন ফায়ার পেতে চায়।
কিন্তু আমি তোমাকে চাই।
Perfect কাউকে চাই না
বিশ্বাস করা যায় এমন
এক জন হলেই হবে।
ভুল বুঝে কতো দিন
দূরে সরে থাকবে
কবে কাছে এসে বলো এ জ্বালা জুড়াবে
তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখতে যাই।
জানি না তুমি চাও কিনা আমায়
বসে থাকি তোমার অপেক্ষায়
এই মন আরো ভালোবাসতে চায়
বোঝো না কেন তুমি ?
একের পর এক দিন যে কেটে যায়-
তোমার দেখা পাই না কেন হয়
মত্ত থাকি শুধু তোমার নেশায়।
কি করে বোঝাই আমি।
ভূলিনিতো আমি
তোমার মুখের হাসি।
আমার গাওয়া গানে
তোমায় ভালোবাসি।
শুধু ইগোটাই না
দূরত্বটাও বেড়ে গেছে।
পারলে ইগোটা সরিয়ে
ওগো বলে ডাকিস।
দেখবি দূরত্বটা আর থাকবে না।
পারলে নদী হয়ে যাস
হয়ে যাস জোৎস্নার রূপকথা
কোনোদিন পারলে হোস ভালোবাসা।
তোমার দেখা পাই না কেন হয়
মত্ত থাকি শুধু তোমার নেশায়।
কি করে বোঝাই আমি।
ভূলিনিতো আমি
তোমার মুখের হাসি।
আমার গাওয়া গানে
তোমায় ভালোবাসি।
শুধু ইগোটাই না
দূরত্বটাও বেড়ে গেছে।
পারলে ইগোটা সরিয়ে
ওগো বলে ডাকিস।
দেখবি দূরত্বটা আর থাকবে না।
পারলে নদী হয়ে যাস
হয়ে যাস জোৎস্নার রূপকথা
কোনোদিন পারলে হোস ভালোবাসা।
বদলেছে দুজনেই
এক জন নিজের ইচ্ছায়
এক জন বাধ্য হয়ে।
কি অদ্ভুত তাই না
প্রেম ও তার সাথে হয়
যে আমার কপালে নেই।
চেনা মুখ অচেনা হৃদয়
মুখোশের আড়ালে সে গল্প শোনায়।
চোখ থাকলেই দেখা যায় না
চার পশে আলো থাকতে হয়।
মানুষ হলেই মানুষ হয় যায় না
ভালো মন থাকতে হয়।
কার খবর কে রাখে
হাঁসলেই কি সবাই-
ভালো থাকে?
ততটা ভালো থেকো
যতটা ভালো থাকলে আমাকে
আর মনে পড়বে না।
এক জন নিজের ইচ্ছায়
এক জন বাধ্য হয়ে।
কি অদ্ভুত তাই না
প্রেম ও তার সাথে হয়
যে আমার কপালে নেই।
চেনা মুখ অচেনা হৃদয়
মুখোশের আড়ালে সে গল্প শোনায়।
চোখ থাকলেই দেখা যায় না
চার পশে আলো থাকতে হয়।
মানুষ হলেই মানুষ হয় যায় না
ভালো মন থাকতে হয়।
কার খবর কে রাখে
হাঁসলেই কি সবাই-
ভালো থাকে?
ততটা ভালো থেকো
যতটা ভালো থাকলে আমাকে
আর মনে পড়বে না।
বেকার ছেলেটাও একদিন চাকরি পেয়ে যাবে।
শুধু পাবে না হারিয়ে যাওয়া ভালোবাসা।
একা থাকতে শেখ দেখবে কষ্ট কমে গেছে।
জীবনের একটা গল্প লিখতে বসলাম
দুঃখ গুলো লেখা শেষ
কিন্তু যখনি সুখ লিখতে যাবো
ঠিক তখনি কলমের কালী শেষ। এটাই জীবন।
দূরে থাকি না তো
তোর চার পাশে এত মানুষ
তাই কাছে যেতে পারি না।
সকলে বরং রঙিন দেখুক
হৃদয়ে থাকে না ক্ষত।
আগুন দিলেই পুড়বো নাহয়
রঙ মশালের মত।
প্রার্থনা করি ভালোবাসে
তাকেই যেন পায়।
কেননা
অসমাপ্ত ভালোবাসা
সত্যি খুব কাঁদায়।
যার সাথে কথা না বলে বেশিক্ষন
থাকা যায় না
দেখবেন তার সাথেই আপনার
বেশি ঝামেলা হবে।
যা পেয়েছো তা হারিয়ো না।
যা হারিয়েছো তা পেতে চেয়েওনা।
যা পায়নি
তা কখনো তোমার ছিলনা।
এক দিন আমার সব ছিল
আজ আমি ছাড়া আমার কেউ নেই।
কিছু চাই নি আমি
ভালোবাসা ছাড়া
আমিও তাদের দলে বার বার
মরে যায় যারা।
সেদিন ভোরে বুকের গভীরে
শুনেছি জমে থাকা নীল
বেদনারার কাঁদে।
লুকিয়ে কেঁদে নিলেও কেউ জানতে পারে না।
ভাগ্যিস চোখের জলের কোনো গন্ধ হয় না।
জীবন থেকে একটা জিনিস শিখতেছি চাইলেই সবার আপন হওয়া যায়না।
মানুষ আসলে যতটা আপন সাজে ততটাও আপন নয়
মোবাইলে এমন কিছু নাম্বার থাকে যাতে না করা Call না Deleted
অবহেলার আরেক নাম একটু পর কথা বলি এখন একটু ব্যস্ত আছি
হাসতে নিজে শেখো কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে
তোমার ভালোবাসাটা মিথ্যা হলেও অভিনয়টা পারফেক্ট ছিল।
নিরবতা অনেক কথা বলে। যা বোঝার ক্ষমতা সবার থাকে না।
একবার বিশ্বাস ভেঙে গেলে Sorry কোনো কাজেই আসে না
অনুভূতিটা আমার একান্ত চলে যাওয়ার কারণ তোমার ব্যাক্তিগত।
কখনো কখনো গুরুত্ব বোঝানোর জন্য দূরত্বের প্রয়োজন হয় ।
না বলাই হয়তো ভালো ‘ভালোবাসি’ বলে ফেলাটা
অনেক বন্ধুত্বের সমাপ্তির কারণ হয়ে দাঁড়ায়।
তুমি যেমন দিবে ঠিক তেমনটিই ফেরত
পাবে হোক সেটা ভালোবাসা কিংবা সম্মান
ভুলতে কখনোই চাইনি ভুলিও নি শুধু ভুলে
যাবার অভিনয়টা নিখুঁত ভাবে চালিয়ে যাচ্ছি।
কিছু মানুষ কোনদিনও কারো প্রিয় হতে পারেনা – যেমন আমি
পাশে না থেকেও প্রতিটি মুহূর্তে তাকে অনুভব
করার নামই One Side Love
অন্যের জন্য নিজেকে Change করার কোনো প্রয়োজন নেই।
যে পছন্দ করবে সে নাহয় একটু Adjust ও করে নেবে।
অভিমান ভুলে গেলেও অপমান কোনোদিন ভুলে যেতে নেই।
I’m Not Busy কিন্তু আসলে এখন কারো সাথে কথা বলতে ভালো লাগেনা
Bangla Captions Attitude
যারা খুব তাড়াতাড়ি বদলে যায় তারা মানুষ না আবহাওয়া বোঝায় যায় না।
আমার পিছনে তারই কথা বলেযারা আমার সামনে কথাবলার সাহস পায়না
অন্যের চরিত্র নিয়ে তারাই কথা বলে যাদের নিজের চরিত্র ঠিক থাকে না
মুখের ওপর সত্যি কথা বলার মানুষগুলিই আসলে সবার অপ্রিয় হয়।
আমি তাদের সন্মান করি যারা সন্মান
পাওয়ার যোগ্যতা রাখে।
ভালোবাসাটা দামী হয় না ভালোবাসার মানুষটা দামী হয়।
খুব ভালো লাগে যখন তুমি হাজার ব্যস্ততার মাঝেও
আমার খোঁজে নাও
ভরসা ছিল বিশ্বাস ছিল পরে বুঝলাম সবটাই আমার ভুল ছিল।
মাঝে মাঝে হয়তো তুমি তোমার প্রিয় মানুষটি কে
মিস করোনাকিন্তু পুরোনো অনুভূতি গুলোকে Miss করো।
অনেক সাধনার পর পেয়েছি তোমায় আর তোমাকে হারাতে চাইনা
তোমাকে ভালোবাসার পর কিজানি কেনো আর অন্য কাউকে ভালোলাগেনা।
তারপরেও প্রেম এসেছে বহুবার কিন্তু
ভালোবাসা’ ওই একেবারেই।
কিছু গল্প প্রেমে পরিণত হয় আর কিছু প্ৰেম গল্পে ৷
আমার পরান যাহা চায় তুমি তাই
প্রথম প্রেম তো আবেগ শেখায়
কিছু গল্প প্রেমে পরিণত হয় আর কিছু প্ৰেম গল্পে ৷
আমার পরান যাহা চায় তুমি তাই
প্রথম প্রেম তো আবেগ শেখায়
আর শেষ প্রেম ভালোবাসতে শেখায়।
“একটি গাছ দুটি গোলাপ গোলাপ দুটি লাল।
“একটি গাছ দুটি গোলাপ গোলাপ দুটি লাল।
তোমায় আমি বাসবো ভালো চিরো কাল।
ভুলতে কখনোই চাইনি ভুলিও নি শুধু ভুলে
যাবার অভিনয়টা নিখুঁত ভাবে চালিয়ে যাচ্ছি।
ভুলতে কখনোই চাইনি ভুলিও নি শুধু ভুলে
যাবার অভিনয়টা নিখুঁত ভাবে চালিয়ে যাচ্ছি।
ঠকতে রাজি আছি কিন্তু ঠকাতে নয় হ্যা এটাই আমি।
কাছে আসা সহজ যত্ন নেওয়া নয় প্রেমে পড়া সহজ ভালোবাসা নয়।
সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয় সেটা হলো মানুষের মন।
প্রিয় তুমি গুরুত্ব কমিয়ে দিয়েছো বলেই আমি শুধু দূরত্বটা বাড়িয়ে নিয়েছি
সময়ের সাথে কিছু ঠিক হয় না আমরা শুধু মানিয়ে নিতে শিখে যাই
আগলে রাখতে শিখো প্রিয় ও জীবনে কিছু জিনিস বার বার আসেনা।
বাস্তবতা মেনে নিতে শিখলে খুব সহজেই ভালো থাকা যায়।
শেষ টা সুন্দর হওয়ার জন্যে প্রচুর অপেক্ষার প্রয়োজন
তুই হাসলি যখন তখনই হলো এই মন তোর
তুমি প্রেমে বিশ্বাসী আর আমি ভালোবাসায়
কিছু ভালোবাসা এমনই হয় সবসময় আড়ালেই থেকে যায়।
Perfect না হতে পারি তবে সস্তা নই
কার খবর কে রাখেহাসলে কী সবাই ভালো থাকে।
এমন একটা সময় ছিল আমিও কারো প্রিয়জন ছিলাম
সব ‘চাওয়ার’ প্রাপ্তি নেই সব ‘পাওয়ার’ তৃপ্তি নেই।
মানুষ তো সবাই পার্থক্য শুধু মানসিকতায়।
আমার সুখের ঠিকানাশুধুমাত্র তুমি৷
ভালো লাগাটা প্রেম ভুলতে না পারাটাই ভালোবাসা
হাজার বিকল্প এলেও আমার তোমাকেই চাই৷
মেনে নিলে শান্তি আর মনে নিলেই অশান্তি৷
কথা রাখতে না পারলে কথা দাও কেন?
সে আমার প্রেমে পরেছিল আর আমি তার মায়ায়।
চঞ্চল ছিলাম পরিস্থিতি আমায় শান্ত থাকা শিখিয়ে দিয়েছে।
যাকে যতোটা তুমি মুল্য দিচ্ছি সে ততটাই সস্তা ভাবছে বাহ রে বাহ।
কথা দিতে সবাই পারে কথা রাখতে সবাই পারে না।
জীবনে ভুল মানুষ গুলোর আসা জরুরি নয়তো
সঠিক মানুষ গুলোকে চেনা যায় না
শিক্ষা শুধু বই থেকে নয় কাছের মানুষের থেকেও পাওয়া যায়।
চাইলেই যদি পাওয়া যেত তাহলে পৃথিবীতে
কোনো গল্পই অসমাপ্ত থাকতো না।
কত স্বপ্নের অলিগলি খুঁজেছি ছোটোবেলায়
আজ বড্ড বড় হয়ে গেছি
খেলছি শুধু বেঁচে থাকার খেলা।
হতে চাইনা কারোর মতন থাকতে চাই শুধু নিজের মতন।
My Life My Rules কেউ আমাকে পছন্দ
করুক বা ঘৃনা করুক I Don’t Care OK
পুরোনো সব অতীত জেনেও ধরেছে যে হাত।
কভু তাকে দিওনা ছেড়ে দিয়ে অজুহাত।
বন্ধুত্বের সবচেয়ে বড় উপহার হল বুঝতে পারা আর বোঝাতে পারা
ছেড়ে দিলেই যদি ছাড় পাওয়া যেতো তবে
উপন্যাসের শেষ পাতায় সবাই সুখ খুঁজে পেতো
আমি তোমাকে চাই ক্ষনিকের জন্য নয় সারাজীবনের জন্য
স্মৃতি সবার কাছেই আছে যা কাউকে হাসায় আর কাউকে কাঁদায়।
হাসতে খুব ভালো লাগে আমার সেটা ছবিতে হোক বা বাস্তবে
আমি Just আমি অন্য কারো কাছে না হলেও
নিজের কাছে ভীষণ দামী
অপেক্ষা সেই করে যে মন থেকে ভালোবাসতে পারে।
কথা দেয় অনেকেই কথা রাখে কজন
নিজের প্রয়োজন মিটলে বদলে যায় প্রিয়জন
সব সম্পর্কের পাসওয়ার্ড একটাই বিশ্বাস
যদি আস্তে আস্তে কমে যায় কথা আর গল্প
তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প
হাতে লেখা চিঠি তুমি লেখো নাতো আর
সময় নেই রাস্তায় হেঁটে বেড়াবার
শুধু মুখমুখী বসে থাকা ব্যস্ত পারিস্তায়।
কালো হয়ে যাচ্ছে আকাশের কোণ
ভেসে যাবে আমার শহর এখন
হাঁটু জলে ফিরে যাবো ওক্কুর দত্তলেন
তুমি আর যাই হও-তুমি নও বনলতি সেন।
বড় ইচ্ছে করছে ডাকতে
তার গন্ধে মেখে থাকতে
কেন সন্ধ্যে সন্ধ্যে নামলে সে পালায়
তাকে আঁটকে রাখার চেষ্টা
আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা
আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়।
মনে পড়ে রুবি রায়
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
রোদ জ্বলা দুপুরে সুর তুলে নূপুরে
বাস থেকে তুমি যবে নাবতে।
একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনোদিন ভাবতে?
দ্বীপ জ্বলা সন্ধ্যায়
দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি
সেদিনও ছিল দুপুর এমন
ঝকঝকে রোদ অস্থির মন
আর ঘড়ি কাঁটায় তখন প্রশ্রয়
সেদিনের মত কলেজের ক্লাস
শেষ হয়ে গেছে অবকাশ
পাওয়া গেছে ফের দেখার আকাশ
নীলচে সময়।
নীল রঙ ছিল ভীষণ প্রিয়
তাই সব কিছু নীলিয়ে দিল
মনে পড়ে কি সেদিন
বলেছিলাম তোমায়
আজ নীল রং এ মিশে গেছে লাল
আজ রং চিনে নেবার আকাল
নীল বাতাসেও বে-নীল ভেজাল
ভেসে বেড়ায়।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url