ইসলামিক স্ট্যাটাস রমজান
ইসলামিক স্ট্যাটাস রমজান, সমূহ যদি আপনি আপনার সংগ্রহে রাখেন তাহলে রমজান মাসে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই স্ট্যাটাস গুলো শেয়ার করতে পারবেন। নিচে ইসলামিক স্ট্যাটাস রমজান, তুলে ধরা হবে। আসুন দেখে নেই, ইসলামিক স্ট্যাটাস রমজান।
পেজ সূচিপত্র: ইসলামিক স্ট্যাটাস রমজান
ইসলামিক স্ট্যাটাস রমজান
রমজান মাস আসলে সকলের মধ্যে নতুন একটি ইমেজ কাজ করে। আর তাই রমজান আসলে অনেকেই নিজেদের ফেসবুক প্রোফাইলে রমজানের স্ট্যাটাস শেয়ার করে থাকেন। আপনিও যদি আপনার ফেসবুক প্রোফাইলে পবিত্র মাহে রমজানের স্ট্যাটাস শেয়ার করতে চান, সে ক্ষেত্রে নিম্ন বর্ণিত ইসলামিক স্ট্যাটাস রমজান, সমূহ আপনার জন্য বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ।
কেননা, নিচে ইসলামিক স্ট্যাটাস রমজান, তুলে ধরা হয়েছে। নিচে যে সকল রমজান মাস সম্পর্কিত স্ট্যাটাস তুলে ধরা হয়েছে, আশা করি সেই স্ট্যাটাস গুলো আপনার অনেক ভালো লাগবে। নিম্ন বর্ণিত রমজানের স্ট্যাটাস সমূহের মধ্য থেকে যেই স্ট্যাটাসটি আপনার কাছে পছন্দ হয় সেই স্ট্যাটাসটি আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন। তো যাই হোক আসুন দেখে নেয়া যাক, ইসলামিক স্ট্যাটাস রমজান।
- সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। হে, রাব্বুল আলামিন আমাদের সকলকে ৩০ টা রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করুন। আমিন।
- বছর ঘুরে আবার এলো, পবিত্র মাহে রমজান, মুসলমানদের সিয়াম এলো, যাতে করে দম পান। শুভ রমজান।
- রমজান মাস হলো আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার সব চেয়ে উপযুক্ত সময় । রমজানুল মোবারাক।
- হে আল্লাহ, আমাদের এই রমজান মাসে আমদের সকলের রোজা কবুল করুন । শুভ রমজান ।
- বছর ঘুরে পুনরায় এলো পবিত্র সেই রোজা, পাপ পূণ্যের হিসেব করে, চলবো সঠিক সোজা। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের অভিনন্দন।
- রমজান মাস এলে বেহেস্তের দরজা খুলে দেওয়া হয়, দোযখের দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানদের বেঁধে ফেলা হয়। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
- আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পন করি এবং রমজানের পবিত্রতা রক্ষা করি।
- বছর ঘুরে আবার এলো, পবিত্র মাহে রমজান, মুসলমানদের সিয়াম এলো, যাতে করে দম পান। শুভ রমজান।
- রমজান মাস এলে বেহেস্তের দরজা খুলে দেওয়া হয়, দোযখের দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানদের বেঁধে ফেলা হয়। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
- আসলো আবার রোজা, তাইতো আমার নতুন করে, সোজা পথটি খোঁজা। সবাইকে প্রবিত্র রমজানের শুভেচ্ছা।
সূত্র: islamicpen.com, palligram.com, khela18.com, ajkerfact.com, tunebn.co
রমজান নিয়ে উক্তি
ইতোমধ্যেই উপরে বেশ কিছু ইসলামিক স্ট্যাটাস রমজান, তুলে ধরা হয়েছে। আর্টিকেলটির এই অংশে রমজান নিয়ে উক্তি সমূহ তুলে ধরা হবে। বিভিন্ন কাজে রমজান নিয়ে উক্তির প্রয়োজন পড়ে। বিশেষ করে আপনি যদি রমজানের ক্যালেন্ডার তৈরি করেন বা রমজান সম্পর্কিত কোন পোস্টার তৈরি করেন সে ক্ষেত্রে রমজান মাস সম্পর্কিত উক্তি দেয়ার প্রয়োজন পড়তে পারে।
অথবা অনেকেই তাদের নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে রমজান নিয়ে উক্তি শেয়ার করে থাকে। আপনিও যদি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে রমজান নিয়ে উক্তি শেয়ার করতে চান তাহলে নিম্ন বর্ণিত রমজান নিয়ে উক্তি সমূহ মনোযোগের সাথে দেখুন। আশা করা যায় নিম্ন বর্ণিত রমজান নিয়ে উক্তি আপনার অনেকে ভালো লাগবে।
- নামাজ পড়ো, রোজা রাখ, কলমা পড় ভাই,তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই । - কাজী নজরুল ইসলাম
- আমাদের মুসলমান হতে হবে সব সময়ের জন্য, শুধু রমজান মাসের জন্য নয়। - সেইন্ট অগাস্টিন
- রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ তায়ালা এবং তার বান্দাদের মধ্যকার সম্পর্ক সবচেয়ে দৃঢ় হয়। - আল হাদিস
- রোজা এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং আমাদের আত্মাকে ভিতর থেকে আলোকিত করুক। - মনিকা জনসন
- রোজার মাসকে কাজে লাগিয়ে আমরা যেন নিজেদের আত্মশুদ্ধি করতে পারি এ বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিৎ। - প্যারাসেলসুস
- প্রতিটি রোজাদার বান্দাকে আল্লাহ তায়ালা নিজ হাতে তাদের পুরস্কার তুলে দিবেন। - আল হাদিস
- জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য মানুষের সবথেকে বড় ঢাল হলো রোজা। - আল হাদিস
- রোজার একটি অন্যতম ফজিলত হলো রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়। - আল হাদিস
- আল্লাহর আদেশে রোজাদার ব্যাক্তিদের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়। - আল হাদিস
- রোজা আল্লাহর উপর আমাদের বিশ্বাসের একটি চিহ্ন বা প্রতীক যা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ তায়ালা। - ডাল্লাস উইলার্ড
- প্রতিটি রোজাদার বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত। - আল হাদিস
- রোজা, নামাজ এবং বাকি সকল ইবাদতগুলো মানুষকে অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী করে তোলে। - জোসেপ বি উরলিন
সূত্র: bangla-love-sms.com, worldinfo57.com, tech0007.com, dainikkantha.com
রমজান নিয়ে হাদিস
পবিত্র রমজান মাসের নির্দেশ গুরুত্ব ও ফজিলত সম্পর্কিত অনেক হাদিস রয়েছে। রমজান মাসের সাথে সম্পর্কিত হাদিস সমূহের মধ্য থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ রমজান নিয়ে হাদিস সমূহ নিচে তুলে ধরা হবে। তাই আপনি যদি, পবিত্র রমজান মাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ হাদিস সমূহ পড়তে চান সেক্ষেত্রে নিম্ন বর্ণিত হাদিসগুলো পড়ে নিতে পারেন। তো আসুন দেখে নেয়া যাক, রমজান নিয়ে হাদিস সমূহ।
সাহল ইবনে সা’দ (রা:) থেকে বর্ণিত, নবী কারীম (সা:) বলেছেন, জান্নাতের ৮টি দরজা রয়েছে। এর মধ্যে ১টি দরজার নাম রাইয়ান। রোজাদার ব্যতিত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। (বুখারী, মুসলিম)
আবু সাইদ (রা:) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা:) বলেন, যে বান্দা আল্লাহর পথে একদিন মাত্র রোজা রাখবে, সেই বান্দাকে আল্লাহ বিনিময়ে জাহান্নাম থেকে ৭০ বছরের পথ পরিমাণ দূরত্বে রাখবেন। (বুখারি)
আবূ হুরায়রা (রা:) থেকে বর্ণিত, তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: রমযান আসলে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় আর শৃংখলিত করে দেয়া হয় শয়তানকে। (বুখারি)
মাহে রমজানের স্ট্যাটাস
আর্টিকেলটির শুরুর দিকে বেশ কিছু ইসলামিক স্ট্যাটাস রমজান, তুলে ধরা হয়েছে। উপরে যে সকল রমজান সম্পর্কিত স্ট্যাটাস তুলে ধরা হয়েছে আশা করি সেই স্ট্যাটাস সমূহের মধ্যে থেকে আপনি আপনার পছন্দের স্ট্যাটাসটি খুঁজে পেয়ে থাকেন।
তবে যদি এখন পর্যন্ত আপনি আপনার পছন্দের মাহে রমজানের স্ট্যাটাস খুঁজে না পেয়ে থাকেন, সেক্ষেত্রে নিম্ন বর্ণিত মাহে রমজানের স্ট্যাটাস সমূহ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা নিচে যে সকল মাহে রমজানের স্ট্যাটাস তুলে ধরা হয়েছে শেষগুলোর মধ্যে থেকে অবশ্যই আপনি আপনার পছন্দের স্ট্যাটাস খুজে পাবেন। তো আসুন দেখে নেই, মাহে রমজানের স্ট্যাটাস।
- হাজার মাসের সেরা মাহে রমজান, এ মাসে আল্লাহর দয়া অফুরান। রমজানুল মোবারক
- নতুন চাঁদের পবিত্র মাস! Wellcome to রমাজন মাস রোজা রাখবেন ৩০ দিন ভালো কাজে মন দিন। খারাপ কাজ ছেড়ে দিন নামাজ পড়ুন প্রতিদিন। শুভ রমজান
- সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। হে রাব্বুল আলামিন আমাদের সকলকে ৩০ টা রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করুন। আমিন।
- হে রাব্বুল আলামি, রমজান পর্যন্ত আমাদের সকলের হায়াতকে সুদীর্ঘ করে দিন।
- বিধান মেনে পালন করুন, পবিত্র মাহে রমজান! গুনাহ থেকে মুক্তি পাবেন, আখিরাতে সম্মান। হ্যাপি রমজান।
- রমজান মাস হলো আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার সব চেয়ে উপযুক্ত সময় । রমজানুল মোবারাক।
- আমরা যখন আল্লাহর সাথে সম্পর্ক পুনরুদ্ধার করি তখন তিনি আমাদের সাথে সবকিছুর স
- এই রমজানে মহান আল্লাহ আপনার জীবনে সুখ, শান্তি সহ আপনার ইচ্ছা এবং স্বপ্ন পূরণ করুন । শুভ রমাজান
সূত্র: banglablogspot.com, tipsnetbd.com, infovandar.com
শেষ কথা
ইতিমধ্যেই উপরে অর্থবহ ও আকর্ষণীয় ইসলামিক স্ট্যাটাস রমজান, তুলে ধরা হয়েছে। পবিত্র মাহে রমজান মাস সম্পর্কিত উপরে যে সকল স্ট্যাটাস উল্লেখ করা হয়েছে। আশা করি উপরে উল্লেখিত রমজান মাস সম্পর্কিত ইসলামিক স্ট্যাটাস আপনার কাছে ভালো লেগেছে। উপরে যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url