বন্ধুর মন ভালো করার মেসেজ জানুন

 প্রিয় পাঠক, বন্ধুর মন ভালো করার মেসেজ সমূহ যদি আপনি আপনার সংগ্রহে রেখে দেন, তাহলে যেকোনো সময় বন্ধুর মন ভালো করার মেসেজ পাঠিয়ে খুব সহজেই বন্ধুর মন ভাল করতে পারবেন। যাইহোক, নিচে বন্ধুর মন ভালো করার মেসেজ সমূহ তুলে ধরা হলো। 

আপনি যদি মেসেজ করার মাধ্যমে আপনার বন্ধুর মন ভালো করতে চান, তাহলে নিম্ন বর্ণিত বন্ধুর মন ভালো করার মেসেজ সমূহ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিচে যে সকল, বন্ধুর মন ভালো করার মেসেজ তুলে ধরা হয়েছে। আশা করি সেই মেসেজগুলো আপনার অনেক ভালো লাগবে। তো যাই হোক কথা না বাড়িয়ে আসুন দেখে নেয়া যাক, বন্ধুর মন ভালো করার মেসেজ। 
  • বন্ধু তোকে কাছে না পাওয়ার যন্ত্রনা যে কি, তোর হলে তুই বুজতিস, তোকে দোষ দিবনা, দোষ আমারি, আমি তোকে আমার ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারিনি , তাই ছুটে চলিস বহুদূরে। 
  • ভালো বন্ধু হলো সেই, যে আপনাকে আপনার মায়ের মতোই যত্নে আগলে রাখবে, পিতার মতো শাসন করবে, বোনের মতো খুনসুটি, ভাইয়ের মতো জ্বালাবে আর ভালবাসবে আপনার প্রেমের মানুষের থেকেও বেশী।
  • বন্ধু পাওয়া যায় সেই ছেলে বেলায় স্কুল কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না। আরনা? সারাজীবনে আরনা? জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়।
  • বন্ধু বলে ডাকো যারে, সে কি তোমায় ভুলতে পারে, যেমন ছিলাম তোমার পাশে, আজও আছি ভালোবেসে ।
  • সেই প্রকৃত বন্ধু যে বন্ধুর চোখের প্রথম ফোটা পানি দেখে দ্বিতীয় ফোটা পরার আগে ধরে ফেলে আর ৩য় ফোটা পরার আগে তা হাঁসিতে পরিনত করে.
  • মনটা হলো উড়াল পাখি, উড়ে উড়ে যায়, যাওয়ার সময় হটাত একটা মানুসের দেখা পায় মনকে আমি প্রশ্ন করি কি বলতে চাও মন বলে ওকে তোমার বন্দু করে নাও.
  • যতো ভালবাসা পেয়েছি, তোমার কাছ থেকে।দুষ্টু এই মন চায়, আরো বেশি পেতে।কি জানি, তোমার মধ্যে কি আছে।কেনো যে এ মন চায়, তোমাকে আরো বেশি করে কাছে পেতে॥
  • আমি সেই বৃষ্টি চাই না, যে বৃষ্টিতে বন্যা হয় আমি সেই আকাশ চাই না, যে আকাশ মেঘলা হয় আমি এমন বন্ধু চাই না, যে নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে যায়। 
  • ভাবছি বেস্ট ফ্রেন্ডের বিয়েটা জোর করে দিয়ে দেবো, না হলে হারামিটার বিয়েটা এইজন্মে বোধহয় আমার খাওয়া হবেনা।
  • ভালোবাসার মানুষের জন্য কখনো, প্রিয় বন্ধুকে কষ্টদিতে নেই, কারণ তোমার কষ্টের সময়, সবথেকে কাছে প্রিয় বন্ধুটিকেই পাবে!
সূত্র: giftideasltd.com, tukitakitips.com, janarupay.com

মেয়েদের মন ভালো করার মেসেজ

কোন কারনে যদি আপনার মনের মানুষের মন খারাপ হয়ে যায়, তাহলে মন ভালো করার অন্যতম একটি উপায় হলো তাকে রোমান্টিক মেসেজ করা। রোমান্টিক ও মন ভালো করার একটি মেসেজের মাধ্যমে ভালো হয়ে যেতে পারে আপনার মনের মানুষের মন। নিচে বেশ কিছু মেয়েদের মন ভালো করার মেসেজ তুলে ধরা হয়েছে। 
  • আকাশ হলে চাঁদটা দিতাম, মেঘ হলে বৃষ্টি নামাতাম, পাখি হলে গান শুনাতাম, ফুল হলে সৌরভ ছড়াতাম, আর আমি অমানুষ হলে ভালো না বেসে কষ্ট দিতাম।
  • যতো ভালবাসা পেয়েছি, তোমার কাছ থেকে, দুষ্টু এই মন চায়, আরো বেশি পেতে কি জানি, তোমার মধ্যে কি আছে, কেনো যে এ মন চায়, তোমাকে আরো বেশি করে কাছে পেতে। 
  • যদি কখনো মনে হয় নিজেকে খুব অসহায় তুমি ডেকো বন্ধু আমায় সেই সময়, আমি আসব ফিরে যত দুরে থাকি যদি তুমি ডাকো যে কাছে আমায়।
  • নয়ন আমি আঁখি বলছি। আচ্ছা একটি মানুষের চোখ দুটি থাকে কিন্তু যদি একটা নষ্ট হয়ে যায় তাহলে হয়তো কষ্ট হলেও চলতে পারবে। তবে আমি আঁখি নয়ন তোমাকে ছাড়া চলতে পারবো না।
  • যেমন ছিলাম তেমন আছি, বন্ধু তোমার পাসা পাসি, ভাবছ হয়ত ভুলে গেছি, কেন ভাবছ মিছেমিছি। জদি তোমায় ভুলে জেতাম, তাহলে কি আর SMS দিতাম?
  • তোমার দুঃখে আমার দুঃখ,তোমার সুখে আমার সুখ, তোমার অভিমান আমার অভিমান,তোমার খুশি আমার খুশি। কেননা আমি তোমায় ভালোবাসি। 
  • রাগ, অভিমানকে আপন করো না,আপন তুমি আমায় করো সুখের নদীতে ভাসিয়ে নিবো।  
  • পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো খা্ঁটি প্রেম, যদি মনের মানুষ ভালো হয়- তাহলে সেখানে, অশ্রুর কোনো ঠাই নেই।।
  • বছরের পর বছর চলে যাবে, চোখের অশ্রু শুকিয়ে যাবে, কিন্তু তোমার আমার সম্পর্ক কখনই শেষ হবে না।
সূত্র: smsbd.top, ispyprice.co, amrabekar.com

প্রিয়জনের মন ভালো করার উপায়

আপনার প্রিয় মানুষটি যদি মন খারাপ করে, তাহলে নিম্ন বর্ণিত পদ্ধতিগুলো অনুসরণ করে খুব সহজেই তার মন ভালো করতে পারবেন। তাই আপনি যদি আপনার প্রিয় মানুষের মন ভালো করতে চান সে ক্ষেত্রে নিম্ন বর্ণিত তথ্যগুলো আপনার জন্য অনেক উপকারী হবে। যাইহোক আসুন দেখে নেয়া যাক, প্রিয়জনের মন ভালো করার উপায় সমূহ। 
  • প্রশংসা করুন।
  • একত্রে সময় কাটান।
  • মনোযোগ সহকারে তার কথা শ্রবণ করুন।
  • সারপ্রাইজ দিন।
  • সাহায্য করুন।
  • তার খুশিতে আনন্দিত হন।
  • সহমর্মিতা প্রকাশ করুন।
  • দয়া প্রদর্শন করুন।
  • তার পছন্দ এবং আকাঙ্খাকে প্রাধান্য দিন।
  • তার প্রতি ইতিবাচক হোন।

মন ভালো করার স্ট্যাটাস

কিছু কিছু স্ট্যাটাস রয়েছে যেগুলো মন ভালো করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারে। নিচে বেশ কিছু মন ভালো করার স্ট্যাটাস তুলে ধরা হবে। নিচে যে সকল মন ভালো করার স্ট্যাটাস তুলে ধরা হবে সেই স্ট্যাটাস গুলো আশা করি আপনার অনেক ভালো লাগবে। মন ভালো করার স্ট্যাটাস সমূহ নিম্নরুপ। 
  • বন্ধু যদি হও ,মেঘ এর মত, দুরে যেতে দিব না তো, বন্ধু যদি হও ,পাখির মতো , উড়ে যেতে দিবো না তো, কি করে বোঝাবো তোমায় Miss করছি কতো।
  • কে গো তুমি নাম কি গো তোমার, তুমি কী পাগল না পাগলি,পর কী শার্ট না শাড়ি, মুখে কী মেকাপ না দাড়ি, হাতে কি ব্যাসলেট না ঘড়ি, তুমি কি নর না নারী, তুমি কি জিন না পরি, আমি কি তোমার বন্ধু হতে পারি?
  • ডিয়ার বেস্ট ফ্রেন্ড, তোর জন্য একটা মেসেজ আছে তুই হারামি ছিলিস,আছিস, আর থাকবি।
  • পুকুরেতে কদম গাছ কত কদম ধরে,  আমার একটা বন্ধু আছে রাস্তায় রাস্তায় ঘুরে।
  • প্রতিটি বন্ধু আমাদের মধ্যে থাকা একটি পৃথিবীর মতো, তারা যতক্ষন না থাকে জীবনে কিছু কম লাগে।.
  • আমাকে মিস করার মত সময় হয়তো তোর হবেনা জানি, কারণ, তোর পৃথিবীতে আমি ছাড়াও আরো অনেকে আছে, কিন্তু আমার পৃথিবীতে তুইছাড়া আর কেও নেই তাইতো আজও তোকে অনেক মিস করি প্রিয় বন্ধু।
  • ভালো একজন বন্ধু যতোই ভুল করুক , তাকে কখন্ও ভুলে যেও না। কারন, পানি যতোই ময়লা হোক,আগুন নিভাতে সেই পানিই সবচেয়ে বেশি কাজে লাগে।
  • আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া , আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া , আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !
  • যদি তোমার বন্ধুত্বটা অর্থ হয়, আমি দুনিয়ার ধনীতম ব্যক্তি !  যদি বন্ধুত্বটা ভালবাসা হয়,  আমি সবথকে সৌভাগ্যবান ব্যক্তি ! আর যদি বন্ধুত্বটা বিশ্বাস হয় ,  আমি সুখীতম ব্যক্তি !
  • আকাশে যেমন হাজার তারা থাকলেও, চাঁদ সবচেয়ে আলাদা। তেমনি পৃথিবীতে হাজার মানুষ থাকলেও ভালোবাসার মানুষটি সবচেয়ে আলাদা। সে শুধু একজনই হয়।
সূত্র: educationblog24.com, shahriar1.com, infofact360.com

বউয়ের মন ভালো করার মেসেজ

বিভিন্ন কারণবশত অনেক সময় বউয়ের মন খারাপ হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে রোমান্টিক একটি মেসেজ আপনার বউয়ের মন ভালো করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারে। নিচে বউয়ের মন ভালো করার মেসেজ সমূহ তুলে ধরা হয়েছে। নিম্ন বর্ণিত, বউয়ের মন ভালো করার মেসেজ সময়ের মধ্যে থেকে যেই মেসেজটি আপনার কাছে পছন্দ হবে সেটি ব্যবহার করতে পারেন। 
  • দূরত্ব কখনো ভালবাসাকে আলাদা করতে পারে না। সময় কখনো ভালবাসা তৈরি করতে পারে না। মনের অনুভূতি ঠিক থাকলে ভালবাসাটাও সারাজীবন ঠিক থাকে।
  • সত্যিকারের ভালোবাসায় কখনও অধিক চাহিদা থাকে না। লোভ থাকেনা, থাকেনা এটা ওটা না পাওয়ার অভিযোগ। থাকে শুধু অনেকটা জুড়ে ছোট্ট একটা শব্দ "ভালোবাসি" 
  • শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয়, শুধু ভালো লাগার জন্য ভালোবাসা নয়। নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখী রাখার নামই ভালোবাসা।
  • কি আছে তোর মাঝে বুঝি না। শুধু অনন্ত কাল তোর দিকে তাকিয়েথাকতে ইচ্ছে করে। ইচ্ছে করে সারা জীবন তোকেদেখি। কি অদ্ভুত ভালবাসা! কি অদ্ভুত সম্পর্ক ! সব কিছু ভুলে যাই যখন তোর ঐ মায়াভরা মুখেরদিকে তাকাই তখন আমি আমার নিজেকে হারিয়েফেলি তোমার মাঝে।
  • ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষন। আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ। কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন।। তোকে অনেক ভালবাসি !
  • চোখে আছে কাজল কানে আছে দুল, ঠোট যেন রক্তে রাঙা ফুল, চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি, এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
  • জোনাকির আলো জেলে ইচ্ছের ডানা মেলে. মন চায় হারিয়ে যাই. কোনো এক দুর অজানায়. যেখানে আকাশ মিশে হবে একাকার. আর তুমি ”রাজকুমারী“ হবে শুধু আমার।
  • অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই। নাহলে দেখবে যার সাথে অভিমান সে আর নেই। হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে।  আর তখন সরি বলার সুযোগটুকুও হারিয়ে যাব।
  • মিষ্টি চাঁদের মিষ্টি আলো,বাসি তোমায় অনেক ভালো.মিটি মিটি তারার মেলা, দেখবো তোমায় সারাবেলা. নিশিরাতে শান্ত ভুবন, চাইবো তোমায় সারাজীবন। 
  • টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন মিষ্টি, কী অপরুপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি, বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধয়ে, মনটা নাচে ছন্দে উতলা আনন্দে, জানু তোমার জন্য। 
সূত্র: tipsnetbd.com, bangla-love-sms.com, 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url