বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের তালিকা জেনে নিন
সিঙ্গাপুরে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি
সিঙ্গাপুরে যাবার আগে আপনার জেনে নেওয়া দরকার কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি অর্থাৎ কোন খাতে ম্যানপাওয়ার বেশি ব্যবহৃত হয়।সিঙ্গাপুরে বেশ কিছু খাতে কাজের চাহিদা বর্তমানে অনেক বেশি। যেহেতু এটি একটি প্রযুক্তিনির্ভর এবং অর্থনৈতিকভাবে উন্নত দেশ, তাই এখানে উচ্চদক্ষতার যেমন ডাক্তার, ইঞ্জিনিয়া্র ,আইটি বিশেষজ্ঞ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, এবং ক্লাউড ইঞ্জিনিয়ার ইত্যাদি বিভিন্ন পেশায় লোকের চাহিদা বেশি।
আবার কিছু সাধারণ স্কিলের লোকজন সিঙ্গাপুরে কাজ পেতে পারেন যেমন ওয়েল্ডার, নার্স, ড্রাইভার, গার্ডেনার, ক্লিনার, হোটেল বয় ও কনস্ট্রাকশন ওয়ার্কার এইসব সেক্টরে সিঙ্গাপুরে সবচেয়ে বেশি কাজের চাহিদা রয়েছে।যাদের এইসব বিষয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তারা সিঙ্গাপুরে কাজের ভিসার জন্য চেষ্টা করতে পারেন।
আবার সিঙ্গাপুরে পর্যটনের বড় একটি অংশ রয়েছে। তাই হোটেল ম্যানেজমেন্ট, ট্যুর গাইড, রেস্টুরেন্ট স্টাফ, এবং ইভেন্ট ম্যানেজমেন্টে লোকের চাহিদা রয়েছে।যারা সিঙ্গাপুরে চাকরি খুঁজছেন, তাদের দক্ষতা বাড়ানোর জন্য এই সেক্টরগুলির প্রতি নজর দিতে পারেন এবং প্রয়োজনীয় দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে চেষ্টা করতে পারেন।
সিঙ্গাপুরের ভিসা প্রাপ্তির পূর্বশর্ত
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে হলে সর্বপ্রথম স্কিল পাশের মাধ্যমে উত্তীর্ণ হয়ে ভিসা গ্রহণ করতে হয়। স্কিল পাস করার জন্য ভালো ট্রেনিং সেন্টারের শরণানাপন্ন হতে হয়। আর ভিসা প্রাপ্তি ক্ষেত্রে অবশ্যই একজন ভালো এজেন্ট প্রয়োজন। একজন ভালো এজেন্ট ব্যতীত সিঙ্গাপুরের ভিসা পাওয়া বেশ কঠিন হয়ে যায়। তাই সিঙ্গাপুরের ভিসা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো একজন ভালো ও বিশ্বস্ত এজেন্টের নিকট থেকে ভিসা আবেদন করা। তাহলে ভিসা পাওয়া অনেক সহজ হবে।
বাংলাদেশে অনেক এজেন্ট রয়েছে তার ভেতর কিন্তু ভুয়া এজেন্টার সংখ্যাও নেহায়েত কম নয়! অনেকে বিভিন্ন দালালের খপ্পরে পড়ে টাকা নষ্ট করে সিঙ্গাপুর যাওয়ার ভিসা পাওয়া তো দূরের কথা উল্টো তাদের টাকা খোয়া যায়। তাই আপনারা যেন খুব দ্রুত সিঙ্গাপুরের ভিসা পেয়ে যান সেজন্য এই পোস্টে স্বনামধন্য ও বিশ্বস্ত এমন কিছু বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট তুলে ধরব। চলুন কথা না বাড়িয়ে পোস্টের পরবর্তী অংশ চলে যাওয়া যাক।
সিঙ্গাপুর ভিসা প্রসেসিং করার নিয়ম
https://www.mfa.gov.sg/Overseas-Mission/Dhaka/Consular-Services/Overview-Visa-Information/Visa-Information
সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম
বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট
আপনার যদি ভালো কোনো ভিসা এজেন্সির সাথে পূর্ব থেকে ভালো সম্পর্ক থাকে তবে সিঙ্গাপুরসহ অন্য যেকোনো দেশের ভিসা প্রাপ্তি আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আমাদের দেশে যতগুলো স্বনামধন্য ভিসা এজেন্সি রয়েছে তার বেশিরভাগই রাজধানী ঢাকা শহরে অবস্থিত। এখন বহুল পরিচিত ও নামকরা এমন কিছু বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট তুলে ধরব। সুতরাং, বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট এক নজরে দেখে নিন।
ইউনিয়ন ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেড। ঠিকানা:- গুলশান, ঢাকা (ফোন নং: ৯৮৫৪৫৬৬৭)
ভিক্টোরি ট্রাভেলস লিমিটেড। ঠিকানা:- মতিঝিল, ঢাকা। (ফোন নং: ৯৫৫০৯১৫)
আন্তর্জাতিক ভ্রমণ কর্পোরেশন। ঠিকানা:- গুলশান, ঢাকা। (ফোন নং: ৯৮৮৫৪৭৯-৮০, ৯৮৪২৬৪৫)
নোভোএয়ার লিমিটেড। ঠিকানা:- বনানী, ঢাকা। (ফোন নং: ০১৯৭৮৪৪৩৭১৭)
লেক্সাস টুরস এন্ড ট্রাভেলস। ঠিকানা:- বাংলামোটর, ঢাকা। (ফোন নং: ৮৬১৩১৮৪)
সাইমন ওভারসিস। ঠিকানা:- গুলশান, ঢাকা। (ফোন নং: ৯৮৮১৪০৮)
পার্কে ওয়ে হাসপাতাল সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড। ঠিকানা: গুলশান, ঢাকা। (ফোন নং: ৯৮৫০৪২)
ডিসকভারি টুরস অ্যান্ড লজিস্টিক। ঠিকানা:- বনানী, ঢাকা। (ফোন নং: ৯৮৬৩৩৪৪, ৯৮২১৮২০)
ট্যালন কর্পোরেশন লিমিটেড। ঠিকানা:- গুলশান, ঢাকা। (ফোন নং: ৯৮৯৪০২৮)
রিজেন্সি ট্রাভেলস লিমিটেড। ঠিকানা:- বনানী, ঢাকা। (ফোন নং: ৯৮২১৯৮২, ৯৮৮৮২৭০)
সিঙ্গাপুর ভিসা এজেন্টের নিয়ে সতর্কতা
এজেন্টের নিয়ে সতর্ক থাকতে হবে। অনেকেই ভালো কোন এজেন্ট না পেয়ে প্রতারণার খপ্পড়ে পড়েন। তাই সিঙ্গাপুর যাওয়ার পূর্বে আপনি যে এজেন্টের মাধ্যমে ভিসা আবেদন করতে যাচ্ছেন সেই এজেন্ট কতটা ট্রাস্টেড সে বিষয়ে আপনাকে সুনিশ্চিত হতে হবে। তাহলে আপনি পরবর্তীতে ওই এজেন্ট এর থেকে ভিসা নিলে কোনো ধরনের সমস্যায় পতিত হতে হবে না। তাই সিঙ্গাপুরের ভিসা নেওয়ার পূর্বে সংশ্লিষ্ট এজেন্ট সম্পর্কে মানুষ কি বলে সে বিষয়ে জনমত যাচাই করুন।
সিঙ্গাপুরের যেকোনো ধরনের ভিসা আবেদন করার জন্য আপনি যে এজেন্টের শরণাপন্ন হবেন তার সম্পর্কে পূর্ব থেকেই বিস্তারিত তথ্য জেনে নিন। আপনারা ইতোমধ্যে এই পোস্ট থেকে বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট জেনে নিয়েছেন। আমরা এখানে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত এজেন্সিদের তালিকা দিয়েছি, সুতরাং, আপনি তাদের মাধ্যমে নির্ভয়ে ভিসা আবেদন করতে পারেন। তাদের নিকট গেলে আপনি সিঙ্গাপুরের ভিসা সংশ্লিষ্ট সকল সমস্যার সমাধান পাবেন।
কিভাবে সিঙ্গাপুর যাবার বিশ্বস্ত এজেন্ট খুঁজে বের করবেন
সিঙ্গাপুর যাওয়ার বিশ্বস্ত এজেন্ট খুঁজে বের করলে আপনি প্রতারণা ছাড়াই নির্বিঘ্নে সিঙ্গাপুর যেতে পারবেন। আপনারা ইতোমধ্যে বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট জেনে নিয়েছেন। আশা করি এই লিস্ট অনুযায়ী তাদের সাহায্য নিয়ে যদি আপনি ভিসা আবেদন করেন তাহলে আপনি শতভাগ প্রতারণা মুক্ত থাকতে পারবেন আশা করছি।
সিঙ্গাপুরের ভিসা পাবার ক্ষেত্রে সকল তথ্য দিয়ে যে এজেন্সি আপনাকে সাহায্য করতে পারবে এবং যেসব এজেন্সি সফলভাবে ইতোমধ্যে সিঙ্গাপুরে প্রবাসীদের পাঠাতে সক্ষম হয়েছে আপনি তাদের শরণাপন্ন হতে পারেন। মনে রাখবেন একজন বিশ্বস্ত এজেন্টই পারে আপনাকে সিঙ্গাপুরের ভিসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করে একটি ভিসা পাইয়ে দিতে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url